Advertisement
E-Paper

জগদীশচন্দ্রের নামে প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র

জগদীশচন্দ্র বসুর নামে অত্যাধুনিক প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র তৈরি হবে যাদবপুরে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস-এর জমিতে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ঠিক হয়েছে, ওই গবেষণা কেন্দ্রের জন্য ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস-এর জমি ও বাড়ির একটা অংশ ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-হাতে তুলে দেওয়া হবে।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৮ জুন ২০১৫ ০৩:৪৩

জগদীশচন্দ্র বসুর নামে অত্যাধুনিক প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র তৈরি হবে যাদবপুরে ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস-এর জমিতে। কেন্দ্রীয় মন্ত্রিসভায় আজ এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠকে ঠিক হয়েছে, ওই গবেষণা কেন্দ্রের জন্য ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস-এর জমি ও বাড়ির একটা অংশ ডিআরডিও (ডিফেন্স রিসার্চ ডেভেলপমেন্ট অর্গানাইজেশন)-হাতে তুলে দেওয়া হবে। নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হওয়ার পর থেকেই বিদেশ থেকে সমরাস্ত্র ও প্রতিরক্ষা সরঞ্জাম আমদানি করার বদলে দেশেই তা তৈরির উপরে জোর দিয়েছেন। মন্ত্রিসভার বিবৃতিতে জানানো হয়েছে, কলকাতায় ওই প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র তৈরি হলে তার গবেষণা ও উন্নয়ন প্রতিরক্ষায় আমদানি নির্ভরতা কমাতে সাহায্য করবে।

নতুন প্রতিষ্ঠানের নাম হবে ‘জগদীশ চন্দ্র বোস সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজি’। দীর্ঘদিন কলকাতা তথা পশ্চিমবঙ্গে ডিআরডিও-র নিজস্ব কোনও বড় মাপের কোনও প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র ছিল না। এর আগে কলকাতা বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যৌথ উদ্যোগে ‘সেন্টার ফর মিলিমিটার ওয়েভ সেমিকন্ডাক্টর ডিভাইসেস অ্যান্ড সিস্টেম্স’ নামের একটি গবেষণা কেন্দ্র তৈরির সিদ্ধান্ত নিয়েছে ডিআরডিও। পানাগড়ে ডিআরডিও-র ইন্টিগ্রেশন সেন্টার রয়েছে। যাদবপুরের প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র সে ক্ষেত্রে কলকাতার মুকুটে নতুন পালক। সরকারি সূত্রের খবর, এ’টিকে ‘সেন্টার ফর এক্সেলেন্স’ হিসেবে তৈরি করা হবে। ডিআরডিও ইতিমধ্যেই গোটা দেশে সাতটি ‘সেন্টার ফর এক্সেলেন্স’-এর তকমাপ্রাপ্ত প্রতিরক্ষা গবেষণা কেন্দ্র তৈরি করেছে। নতুন আরও ৪টি গবেষণা কেন্দ্র তৈরির উদ্যোগ নেওয়া হয়েছে। যার মধ্যে কলকাতার ‘জগদীশ চন্দ্র বোস সেন্টার ফর অ্যাডভান্সড টেকনোলজি’ অন্যতম।

রাষ্ট্রায়ত্ত সংস্থা ন্যাশনাল ইনস্ট্রুমেন্টস লিমিটেড প্রথমে কেন্দ্রীয় ভারী শিল্প মন্ত্রকের অধীন ছিল। সংস্থাটি রুগ্ণ হয়ে যাওয়ার পরে বিআইএফআর-এর সুপারিশে এর সমস্ত সম্পত্তি, দেনা ও কর্মী যাদবপুর বিশ্ববিদ্যালয়কে হস্তান্তর করা হয়। সুপারিশে বলা হয়েছিল, ন্যাশনাল ইনস্ট্রুমেন্টের জমি যাদবপুর বিশ্ববিদ্যালয় নিজের গবেষণামূলক প্রকল্পের কাজে ব্যবহার করবে। কিন্তু কেন্দ্রীয় সরকারের অনুমতি ছাড়া ওই জমি বিক্রি বা লিজ দেওয়া যাবে না। এ বার ওই জমি-বাড়িরই একটা অংশ ডিআরডিও-কে হস্তান্তরের সিদ্ধান্ত নিল মন্ত্রিসভা। সরকারি সূত্রে বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আলোচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

government defence centre Jadavpur University National Instruments West Bengal
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy