Advertisement
১৯ মে ২০২৪
Protest

চপ, ঝালমুড়ি বিক্রি করে এ বার প্রতিবাদ চাকরি-প্রার্থীদের

রাজ্য সরকার তাঁদের দাবি মেনে নিয়োগের জট কাটাতে উদ্যোগী হচ্ছে না, এই অভিযোগে বুধবার নিউ মার্কেট এলাকায় প্রতীকী প্রতিবাদে শামিল হয়েছিলেন তাঁরা।

চপ, ঝালমুড়ি বিক্রি করে চাকরি - প্রার্থীদের প্রতিবাদ।

চপ, ঝালমুড়ি বিক্রি করে চাকরি - প্রার্থীদের প্রতিবাদ। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ১৭ নভেম্বর ২০২২ ০৮:৪৬
Share: Save:

রাজপথে চপ ভেজে, ঝালমুড়ি বিক্রি করে, জুতো সেলাই করে প্রতিবাদে নামলেন গ্রুপ ডি-র চাকরি-প্রার্থীরা। মাতঙ্গিনী হাজরার মূর্তির নীচে তাঁদের অবস্থান চলছে বেশ কিছু দিন ধরেই। রাজ্য সরকার তাঁদের দাবি মেনে নিয়োগের জট কাটাতে উদ্যোগী হচ্ছে না, এই অভিযোগে বুধবার নিউ মার্কেট এলাকায় প্রতীকী প্রতিবাদে শামিল হয়েছিলেন তাঁরা। চাকরি-প্রার্থীদের অভিযোগ, যোগ্যতা থাকা সত্ত্বেও পরীক্ষা দিয়ে তাঁরা বসে রয়েছেন। গ্রুপ ডি চাকরি-প্রার্থীদের এই প্রতিবাদে ছিলেন প্রদেশ কংগ্রেসের মুখপাত্র সৌম্য আইচ রায়, আশুতোষ চট্টোপাধ্যায়, শুভাশিস ভট্টাচার্যেরা। পরে আশিস খামারু-সহ চাকরি-প্রার্থীদের নিয়ে রাজভবনে গিয়েছিলেন কংগ্রেস নেতারা। ভারপ্রাপ্ত রাজ্যপাল লা গণেশন অবশ্য কলকাতায় নেই। রাজ্যপালের ডেপুটি সচিবের কাছে দাবিপত্র দেন তাঁরা। সৌম্যবাবু বলেন, ‘‘গ্রুপ ডি চাকরি-প্রার্থীদের এই সঙ্কটের জন্য দায় নিতে হবে মুখ্যমন্ত্রীকে। তাঁর দফতরের অধীনেই সমস্যা হয়েছে। বোর্ড ভেঙে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনিই। দিনের পর দিন রাস্তায় বসে আছেন চাকরি-প্রার্থীরা। আমরা এঁদের দ্রুত নিয়োগের ব্যবস্থা করার দাবি জানিয়েছি রাজভবনেও।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Protest West Bengal
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE