পাহাড়ে আগামী ২৬ জুন গোর্খা আঞ্চলিক পরিষদ (গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন বা জিটিএ)-এর নির্বাচন হবে। ২৯ জুন ভোটগণনা। মঙ্গলবার জলপাইগুড়ির ডিভিশনাল কমিশনার অজিতরঞ্জন বর্ধন সাংবাদিক বৈঠকে এ কথা ঘোষণা করেন। তিনি বলেন, ‘‘আগামী ২৭ মে, শুক্রবার এ বিষয়ে সরকারি বিজ্ঞপ্তি জারি করা হবে।’’ তিনি জানান, দার্জিলিঙের জেলাশাসকের পাশাপাশি কালিম্পং, কার্শিয়াং এবং দার্জিলিঙের মহকুমাশাসক রিটানিং অফিসার হিসেবে ভোটের বিজ্ঞপ্তি জারি করবেন। সে দিন থেকেই ৪৫ আসনে মনোনয়নের কাজ শুরু হবে।
জিটিএ নির্বাচনের বিষয়ে মঙ্গলবার দার্জিলিঙের জেলাশাসকের দফতরে সর্বদল বৈঠক ডাকা হয়। সেখানে ১৮টি দলকে আমন্ত্রণ জানানো হলেও দু’টি রাজনৈতিক দলের প্রতিনিধি হাজির ছিলেন না বলে প্রশাসনের তরফে জানানো হয়েছে।