Advertisement
২৬ এপ্রিল ২০২৪
TMC

অনাস্থা এনে পঞ্চায়েত ফেলে দেব, হাবরার তৃণমূল নেতার ভিডিয়োয় বিতর্ক

পঞ্চায়েত সমিতির সভাপতির দাবি, ‘‘আমাকে হেয় প্রমাণ করতেই এই চক্রান্ত। আমি অনাস্থা আনার কে?’’

হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা।

হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাবরা শেষ আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২১ ২০:৪০
Share: Save:

তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানে উত্তর ২৪ পরগনার হাবরা ১ নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি অজিত সাহা দলের একাংশকে হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ‘‘কেউ যদি ভেবে থাকেন তলে তলে আমি সভাপতি হয়ে গেছি বা কেউ ভাবছেন পঞ্চায়েত প্রধান আছি, প্রধানই থাকব। তা হলে অনাস্থা এনে পঞ্চায়েত ফেলে দেব। ঠেকানোর ক্ষমতা থাকলে ঠেকাবেন।’’ সেই ভিডিয়োই ভাইরাল হয়ে গিয়েছে। এতে এলাকায় শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর।

জানা গিয়েছে, মসলন্দপুরে তৃণমূল ছাত্র পরিষদ কর্মীদের আয়োজনে গত ২৮ অগস্টের অনুষ্ঠানে গিয়েছিলেন অজিত। ভিডিয়ো নিয়ে বিতর্কের পর অজিতের দাবি, ভিডিয়োর একটি জায়গা কেটে ছড়িয়ে দেওয়া হয়েছে। পাশাপাশি তাঁর অভিযোগ, ‘‘আমাকে হেয় প্রমাণ করতে এই কাজ করা হয়েছে। আমি অনাস্থা প্রস্তাব আনার কে? এক ব্যক্তি, এক পদ নীতি নিয়েছে দল। দলীয় নির্দেশ মেনে চলতে হবে। ভিডিয়োতে আমি কী বলেছি তা জানতে গেলে পুরো ভিডিয়োটি শুনতে হবে।’’

তৃণমূলের বারাসত জেলা সভাপতি অশনি মুখোপাধ্যায় বলেন, ‘‘অজিতবাবুকে ডেকে পাঠানো হয়েছে। তাঁর সঙ্গে কথা বলার পরই বিষয়টি নিয়ে মন্তব্য করা যাবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

TMC TMCP Viral video Habra North 24 Parganas
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE