আনন্দবাজার অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে আসা তিন ব্যক্তিকে সোমবার বিকেলে কৃষ্ণনগরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তদন্তকারী দল। সিবিআইয়ের ডিআইজি অখিলেশ ওই তিন জনকে দীর্ঘ ক্ষণ জেরা করেন। সিবিআই সূত্রে খবর, কী অবস্থায় তাঁরা তরুণীকে পেয়েছিলেন, বাড়িতে পৌঁছে দেওয়ার পর বাড়ির লোকেদের সঙ্গে কী কথোপকথন হয়েছিল, তাঁরা নিজেরাই গিয়েছিলেন না কি অন্য কেউ যেতে বলেছিলেন, নির্যাতিতাকে পৌঁছে দেওয়ার সময় কী কী কথা হয়েছিল— মূলত এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। তিন জনেরই বয়ান রেকর্ড করা হয়েছে।
জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বাইরে বেরিয়ে এসে পলি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘সে দিন আপনাদের যা জানিয়েছিলাম, আজও সিবিআইকে তাই বলেছি। আমরা গ্রামের ছাপোষা মানুষ, উপকার করতে গিয়ে এ ভাবে ফ্যাসাদে পড়ে যাব ভাবতেও পারিনি।’’