Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Hanskhali

Hanskhali rape and murder: হাঁসখালির নির্যাতিতাকে বাড়ি পৌঁছে দিয়েছিলেন, সিবিআই বয়ান রেকর্ড করল সেই তিন জনের

পলি বলেন, ‘‘আমরা গ্রামের ছাপোষা মানুষ, উপকার করতে গিয়ে এ ভাবে ফ্যাসাদে পড়ে যাব ভাবতেও পারিনি।’’

প্রতীকী ছবি।

নিজস্ব সংবাদদাতা
হাঁসখালি শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২২ ২৩:৫২
Share: Save:

হাঁসখালির নির্যাতিতাকে ঘটনার দিন, সন্ধ্যায় বাড়ি পৌঁছে দিয়ে এসেছিলেন স্থানীয় বাসিন্দা পলি বিশ্বাস-সহ তিন জন। তাঁদের কথা প্রথম জানিয়েছিল আনন্দবাজার অনলাইন। সোমবার সেই তিন জনের বয়ান রেকর্ড করল সিবিআই।

অস্থায়ী ক্যাম্প অফিসে বসে ডিআইজি অখিলেশ সিংহ তাঁদের সঙ্গে দীর্ঘ ক্ষণ কথা বলেন। আগামী দিনে তাঁদের আবার ডাক পড়তে পারে বলে সিবিআই সূত্রে জানা গিয়েছে।

আনন্দবাজার অনলাইনের মাধ্যমে প্রকাশ্যে আসা তিন ব্যক্তিকে সোমবার বিকেলে কৃষ্ণনগরে সিবিআইয়ের অস্থায়ী ক্যাম্প অফিসে জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠায় তদন্তকারী দল। সিবিআইয়ের ডিআইজি অখিলেশ ওই তিন জনকে দীর্ঘ ক্ষণ জেরা করেন। সিবিআই সূত্রে খবর, কী অবস্থায় তাঁরা তরুণীকে পেয়েছিলেন, বাড়িতে পৌঁছে দেওয়ার পর বাড়ির লোকেদের সঙ্গে কী কথোপকথন হয়েছিল, তাঁরা নিজেরাই গিয়েছিলেন না কি অন্য কেউ যেতে বলেছিলেন, নির্যাতিতাকে পৌঁছে দেওয়ার সময় কী কী কথা হয়েছিল— মূলত এই সব প্রশ্নের উত্তর জানার চেষ্টা করেন সিবিআই আধিকারিকরা। তিন জনেরই বয়ান রেকর্ড করা হয়েছে।

জিজ্ঞাসাবাদ পর্ব শেষে বাইরে বেরিয়ে এসে পলি আনন্দবাজার অনলাইনকে বলেন, ‘‘সে দিন আপনাদের যা জানিয়েছিলাম, আজও সিবিআইকে তাই বলেছি। আমরা গ্রামের ছাপোষা মানুষ, উপকার করতে গিয়ে এ ভাবে ফ্যাসাদে পড়ে যাব ভাবতেও পারিনি।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Hanskhali CBI Rape and Murder
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE