Advertisement
E-Paper

পাক মডেলের কথায় আরও উত্তেজিত হাসিন, শামিকে গ্রেফতারের দাবি

আগে থেকেই ঠিক ছিল, সোমবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেবেন তিনি। সেই মতো দুপুরে পৌঁছে গিয়েছিলেন হাসিন। দু’ঘণ্টার জবানবন্দি শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে ক্ষোভে ফেটে পড়লেন আবারও।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ মার্চ ২০১৮ ২০:১৬

শামি বিতর্কে রবিবার পাক মডেলের সাক্ষাত্কার সামনে আসার পর, সোমবার আরও বেশি উত্তেজিত এবং আক্রমণাত্মক শোনাল হাসিন জাহানের গলা। এ বার দাবি তুললেন— শামি তো বটেই, তাঁর পুরো পরিবারকে গ্রেফতার করা হোক, এখনই। বললেন, ‘‘আমি পুলিশকে অনুরোধ করছি শামি এবং তাঁর পরিবারকে গ্রেফতার করা হোক।’’

আগে থেকেই ঠিক ছিল, সোমবার আলিপুর আদালতে গোপন জবানবন্দি দেবেন তিনি। সেই মতো এ দিন দুপুরে পৌঁছে গিয়েছিলেন হাসিন। দু’ঘণ্টার জবানবন্দি শেষে বেরিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি ক্ষোভে ফেটে পড়লেন আবারও। রবিবার সন্ধ্যায় মুখ খোলেন পাকিস্তানের মডেল আলিশবা, যাঁর সঙ্গে শামির সম্পর্ক নিয়ে প্রথম থেকে সরব রয়েছেন হাসিন। বোঝা গেল, এই মুখ খোলাটাই নতুন করে উত্তেজিত করে তুলেছে তাঁকে।

হাসিনের দাবি উড়িয়ে দিয়ে পাক মডেল বলেছিলেন, তাঁর সঙ্গে শামির এমন কোনও রকম সম্পর্ক তৈরি হয়নি যা নিয়ে অভিযোগ তোলা যায়। ভারতে এসে পুলিশের সামনে হাজিরা দিতেও রাজি বলে এক টিভি চ্যানেলকে বলেন তিনি।

আরও পড়ুন
নতুন মোড়ে শামি কাণ্ড, মুখ খুললেন পাকিস্তানি মডেল

হাসিন অবশ্য আলিশবার দাবি একবাক্যে উড়িয়ে দিয়েছেন। উল্টে আবারও দাবি করলেন, আলিশবার সঙ্গে গত জানুয়ারি থেকেই দেখা করার পরিকল্পনা চলছিল শামির, সে প্রমাণ তিনি পেয়েছেন। গত ১৭ ও ১৮ ফেব্রুয়ারি শামি এবং আলিশবা যে দুবাইয়ের হোটেলে একসঙ্গে ছিলেন, সে ব্যাপারেও তিনি নিশ্চিত। সাংবাদিকদের কাছে তাঁর অনুরোধ, ‘‘আপনারা ওকে (শামিকে) সামনে দাঁড় করিয়ে জানতে চান, ও কী কী করেছে।... আলিশবাই আমার ঘর ভেঙেছে। শামিকে জিজ্ঞেস করুন ও দুবাইয়ে একা না অন্য কারও সঙ্গে ছিল? তদন্ত করলেই সব বেরিয়ে পড়বে।’’

ক্যামেরার সামনে আলিশবা বলেছিলেন, তিনি শামির ভক্ত। সে সুবাদেই ইনস্টাগ্রামে শামির সঙ্গে আলাপ। এখানেও হাসিন পাল্টা প্রশ্ন ছুড়ে দেন, ‘‘শামির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আমি চালাই। সেখানে আমি কোনও আলিশবাকে দেখিনি। শামি কখনও ইনস্টাগ্রাম ব্যবহার করে না। তা হলে ও কী করে যোগাযোগ করল শামির সঙ্গে।’’ এ রকম নানা প্রশ্ন এ দিনও তুলে গেলেন ভারতীয় পেসার মহম্মদ শামির স্ত্রী।

যা খবর ভারতীয় ক্রিকেট বোর্ডও ইতিমধ্যেই কলকাতা পুলিশের কাছে তাদের রিপোর্ট পাঠিয়ে দিয়েছে। যদিও রিপোর্টে কী রয়েছে তা জানা যায়নি। কিন্তু, বোর্ডের তদন্তের উপরও অনেক কিছু নির্ভর করছে। তাই, বোর্ডের তরফে কী রিপোর্ট দেওয়া হল তা খুবই গুরুত্বপূর্ণ। কারণ, হাসিনের ম্যাচ গড়াপেটার ইঙ্গিতের জন্যই বোর্ড তদন্ত শুরু করেছিল। যদিও শামির স্ত্রী সরাসরি কোনও গড়াপেটার কথা বলেননি। পাকিস্তানি মডেল ও ইংল্যান্ডের ব্যবসায়ীর সঙ্গে শামির যোগাযোগের কথা সামনে এনেই বিষয়টিকে উসকে দিয়েছিলেন তিনি।

Hasin Jahan Mohammad Shami Alipore Court Cricketer হাসিন জাহান মহম্মদ শামি
Advertisement

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy