Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অভিষেক নিয়ে মুখ বন্ধ রাখার নির্দেশ দিলীপকে

অভিযোগ, অভিষেকের সঙ্গে তৃণমূলের অন্যতম সাংসদ কেডি সিংহের আত্মীয়তা রয়েছে বলে দিলীপ গত ২৭ জানুয়ারি সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন। কেডি-কে অভিষেকের ‘খুড়শ্বশুর’ বলে মন্তব্য করেন দিলীপ।

নিজস্ব সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০১৭ ০৩:৩২
Share: Save:

তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তাঁর পরিজনদের উদ্দেশে ভবিষ্যতে মানহানিকর কোনও মন্তব্য করতে পারবেন না বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌমেন সেন সোমবার এই নির্দেশ দিয়েছেন।

অভিযোগ, অভিষেকের সঙ্গে তৃণমূলের অন্যতম সাংসদ কেডি সিংহের আত্মীয়তা রয়েছে বলে দিলীপ গত ২৭ জানুয়ারি সাংবাদিক বৈঠকে মন্তব্য করেছিলেন। কেডি-কে অভিষেকের ‘খুড়শ্বশুর’ বলে মন্তব্য করেন দিলীপ। ওই মন্তব্য ‘অসত্য’ ও ‘উদ্দেশ্যপ্রণোদিত’ বলে জানিয়ে দিলীপকে আইনি নোটিস পাঠান অভিষেক। নোটিসে বলা হয়, ৭২ ঘণ্টার মধ্যে ওই মন্তব্য প্রত্যাহার করতে হবে। দিলীপ তা না-করায় তাঁর বিরুদ্ধে হাইকোর্টে মানহানির মামলা দায়ের করেন অভিষেক।

অভিষেকের আইনজীবী সঞ্জয় বসু জানান, বিচারপতি সেন ২৪ এপ্রিল অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশ জারি করে জানিয়েছিলেন, শুধু অভিষেক নয়, তাঁর পরিজনদের উদ্দেশেও মানহানিকর মন্তব্য করার উপরে স্থগিতাদেশ বলবৎ হবে। একই সঙ্গে বিচারপতি সে-দিন দিলীপকে নির্দেশ দিয়েছিলেন, ওই মন্তব্য নিয়ে তাঁকে ১৫ মে-র মধ্যে আদালতে হলফনামা জমা দিতে হবে। অভিষেকের আইনজীবী
জানান, কিন্তু দিলীপ সেই হলফনামা পেশ করেননি।

এ দিন মানহানির মামলার শুনানি ছিল। অভিষেকের আইনজীবী জানান, বিচারপতি সেন এ দিন অন্তর্বর্তিকালীন স্থগিতাদেশের বদলে স্থায়ী নির্দেশ দিয়েছেন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE