বুধবার থেকে দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বুধবার দক্ষিণের চার জেলায় বজ্রবিদ্যুৎ-সহ ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে বইতে পারে ঝোড়ো হওয়া। বৃহস্পতিবারও উপকূলীয় দুই জেলা-সহ দক্ষিণবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সপ্তাহভর কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে।
গোটা সপ্তাহ ধরেই রাজ্য জুড়ে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মঙ্গল থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা রয়েছে। মঙ্গলবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ ঝোড়ো হাওয়া বইতে পারে। বুধবার দুই ২৪ পরগনা, নদিয়া এবং পূর্ব বর্ধমানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বৃহস্পতিবার ভারী বৃষ্টি হতে পারে দুই মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া এবং মুর্শিদাবাদে।
কলকাতায় আপাতত ভারী বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। তবে বুধ এবং বৃহস্পতিবার বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা কলকাতায়। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে বইতে পারে দমকা হাওয়াও। বৃহস্পতিবারের পর থেকে চলতি সপ্তাহে দক্ষিণের জেলাগুলিতে ভারী বৃষ্টির সম্ভাবনা তেমন নেই। ভারী বৃষ্টির সময়ে নিচু এলাকাগুলিতে জল জমার সম্ভাবনা রয়েছে। শহুরে এলাকায় যান চলাচলেও কিছুটা সমস্যা দেখা দিতে পারে।
আরও পড়ুন:
উত্তরবঙ্গের জেলাগুলিতে সপ্তাহভর কোথাও ভারী, কোথাও অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। বেশি বৃষ্টি হতে পারে উত্তরের পাঁচ জেলা— দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে। বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে। মঙ্গলবার থেকেই এই জেলাগুলিতে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে আগামী সোমবার পর্যন্ত ভারী বৃষ্টি হতে পারে। বাকি জেলাগুলিতে বৃহস্পতিবারের পর থেকে বৃষ্টি কিছুটা কমবে। তবে কোচবিহারে শুক্রবারও ভারী বৃষ্টি হতে পারে। আগামী বৃহস্পতিবার উত্তরের বাকি তিন জেলা— দুই দিনাজপুর এবং মালদহেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ভারী থেকে অতি ভারী বর্ষণের জেরে উত্তরের পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা রয়েছে। এই সময়ে উত্তরের নদীগুলিতে জলস্তর বাড়বে। পাশাপাশি নিচু এলাকাগুলিতে জল জমারও সম্ভাবনা রয়েছে।