সকাল থেকেই মেঘাচ্ছন্ন কলকাতার আকাশ। টিপটিপ করে বৃষ্টিও শুরু হয়ে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তর বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে। ওই এলাকায় একটি নিম্নচাপ অঞ্চলও ঘনীভূত হচ্ছে। এ সবের জেরে বৃহস্পতিবার থেকেই ভারী বৃষ্টি শুরু হবে দক্ষিণবঙ্গে। কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে। সঙ্গে পাল্লা দিয়ে ঝড়। কলকাতাতেও বজ্রবিদ্যুৎ-সহ ঝড়বৃষ্টির সম্ভাবনা।
বৃহস্পতিবার কলকাতা-সহ দক্ষিণের সব জেলায় ঝড়বৃষ্টির সতর্কতা জারি হয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুরে অতি ভারী বৃষ্টি (৭ থেকে ২০ সেন্টিমিটার) হতে পারে। ওই জেলাগুলির জন্য কমলা সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, মুর্শিদাবাদ, নদিয়া এবং বাঁকুড়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া ও পুরুলিয়ায়। শনিবার হুগলি, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, পূর্ব ও পশ্চিম বর্ধমানে ভারী বৃষ্টি হতে পারে। রবিবার দুই বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে ভারী বর্ষণের সম্ভাবনা। সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় এমনটাই চলবে। তত দিন আবহাওয়ার বিশেষ উন্নতির সম্ভাবনা নেই।
আরও পড়ুন:
নিম্নচাপের কারণে আগামী কয়েক দিন সমুদ্রও উত্তাল থাকবে। বৃহস্পতিবার থেকে রবিবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যাওয়ার উপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ভারী বৃষ্টির জেরে নদীর জলস্তরও বাড়বে। ফলে অপেক্ষাকৃত নিচু এলাকাগুলি নতুন করে প্লাবিত হওয়ার আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
উত্তরবঙ্গেও বৃহস্পতিবার থেকেই ঝড়বৃষ্টি শুরু হবে। বৃহস্পতিবার উত্তরবঙ্গের বেশির ভাগ জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে। শুক্রবার জলপাইগুড়ি ও কালিম্পঙে ভারী বৃষ্টির হলুদ সতর্কতা জারি হয়েছে। শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারে ভারী বর্ষণ হবে। রবিবার ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে দার্জিলিং ও কালিম্পঙে।
বৃহস্পতিবার ভোরে শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮.৩ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ১.৮ ডিগ্রি বেশি। বুধবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা হয়েছিল ৩৫.২ ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের চেয়ে ৩.২ ডিগ্রি বেশি।