শিয়ালদহ দক্ষিণ শাখার ডায়মন্ড হারবার গুরুদাসনগর থেকে বিষ্ণুপুরের বাখরাহাট ও নুঙ্গি পর্যন্ত প্রায় ৩০ কিলোমিটার অনুমোদিত রেলপথ তৈরিতে যাতে রাজ্য সরকার ও রেল কর্তৃপক্ষ উদ্যোগী হন, সেই নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। সম্প্রতি দক্ষিণ ২৪ পরগনা জেলা কংগ্রেসের সম্পাদক রামরাবণ পাল আইনজীবী মারফত হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চে জনস্বার্থ মামলা করে জানান, ট্রেন পরিষেবা না থাকায় ওই সব এলাকার বাসিন্দাদের যাতায়াতে ভোগান্তির মুখে পড়তে হয়। তাঁদের এই হয়রানি কমাতে যথাযথ পদক্ষেপ করা হোক। সূত্রের খবর, এর পরেই হাই কোর্ট জমি অধিগ্রহণ ও আর্থিক অনুমোদনের বিষয়টি বিবেচনা করে সংশ্লিষ্ট প্রকল্প রূপায়ণে উদ্যোগী হওয়ার জন্য রাজ্য ও রেলকে নির্দেশ দেয়।
রামরাবণ বলেন, ‘‘২০২৩-২৪ আর্থিক বছরের বাজেটে এই প্রকল্পের জন্য ১১,৯৭০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। তা ছাড়া, জমি অধিগ্রহণের বিষয়টি জানিয়ে মুখ্যমন্ত্রীর দফতরে এবং রেল কর্তৃপক্ষকেও একাধিক চিঠি দেওয়া হয়েছিল। সব নথি আদালতে জমা দেওয়া হয়েছে।’’ প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের অবশ্য পর্যবেক্ষণ, রেলপথের মাধ্যমে পরিকাঠামোগত উন্নয়নের ক্ষেত্রে সরাসরি কোনও নির্দেশ দেওয়া যায় না। তবে জনস্বার্থে বিষয়টি নজরে রেখে রেল ও রাজ্যের উদ্যোগী হওয়া প্রয়োজন। কারণ, প্রকল্পটি বাস্তবায়িত হলে বহু মানুষ উপকৃত হবেন।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)