Advertisement
২৬ এপ্রিল ২০২৪
Fake Vaccination

Kolkata fake vaccination case: ভয়ঙ্কর ঘটনা, তবে দায় এড়াতে পারে না পুলিশ-পুরসভা, ভুয়ো টিকা-কাণ্ডে বললেন মমতা

কোভিড বিধি নিষেধ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মমতা। ওই বৈঠকে ভুয়ো টিকা কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জনকে নিয়ে প্রশ্ন করেন সাংবাদিকেরা।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়।

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ২৮ জুন ২০২১ ১৭:১৬
Share: Save:

কসবার ভুয়ো টিকা-কাণ্ড নিয়ে সাংবাদিক বৈঠকে রীতিমতো কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পরিষ্কার জানিয়ে দিলেন, গোটা ঘটনায় সরকারের কোনও হাত নেই। তবে চোখের সামনে এত বড় ঘটনা ঘটে যাওয়ার দায় এড়াতে পারে না পুরসভা ও পুলিশ প্রশাসন। শুধু তাই নয়, দেবাঞ্জন ও তাঁর সহযোগীদের বিরুদ্ধে কড়া ব্যবস্থাই নেবে তাঁর সরকার, তেমনই ইঙ্গিত দিলেন তিনি। বললেন, ‘‘যাঁরা প্রতারককে সাহায্য করেছে, তাঁরা কেউই ছাড় পাবে না। ঘটনার তদন্তে ইতিমধ্যেই বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়েছে।’’

কোভিড বিধিনিষেধ নিয়ে সোমবার সাংবাদিক বৈঠক করলেন মুখ্যমন্ত্রী। ওই বৈঠকে ভুয়ো টিকা-কাণ্ডে মূল অভিযুক্ত দেবাঞ্জন দেবের প্রসঙ্গ তোলেন সাংবাদিকেরা। প্রশ্ন শুনেই মমতা বলেন, ‘‘মানুষের জীবন নিয়ে যাঁরা খেলেন, তাঁরা সন্ত্রাসবাদীদের চেয়েও ভয়ঙ্কর। ঠগবাজদের নাম বলে জনপ্রিয় করার দরকার নেই। প্রতারকের সাহস আর ঔদ্ধত্য দেখে অবাক হয়ে যাচ্ছি।’’ এ বিষয় পুলিশ প্রশাসনকেও আরও কড়া হওয়ার নির্দেশ দেন তিনি। বলেন, ‘‘প্রতারকরা এই রকমই সেজেগুজে টিপটপ থাকে। বিভিন্ন লোকের সঙ্গে সেলফি তুলে কাজে লাগায়এরা। ছবি কাজে লাগানো ঠকবাজদের কাজ। চোখের সামনে কে কী ব্যবসা চালাচ্ছে, সে বিষয়ে পুলিশ-পুরসভা দায়িত্ব এড়াতে পারে না। এরা বিজেপির থেকেও ইন্ধন পেয়ে থাকতে পারে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Mamata Bandyopadhyay Debanjan Deb Fake Vaccination
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE