লেখার গুণে
এখন বহু সাইটে ব্লগ লিখে টাকা মেলে। ট্রাভেলব্লগ বিশ্বজুড়ে জনপ্রিয়। নজর দিন কনটেন্ট রাইটিং-এও।
সঙ্গী ক্যামেরা
ছবি তুলতে ভালবাসেন? নিজের তোলা ছবি বেচে রোজগার করুন। বহু সাইটই শখের ফোটোগ্রাফারদের কাছ থেকে নানা থিমের ছবি কেনে।
পুরনোই দামি
আপনার কাছে যা বাতিল, তাই হয়তো অন্য কেউ চায়! অনলাইনে পুরনো জিনিস বেচে রোজগার করুন।
লাইভ পড়াশোনা
পড়াতে ভাল লাগলে তো সোনায় সোহাগা। অনলাইন শিক্ষকের চাহিদা ক্রমেই বাড়ছে। ওয়েবক্যামে লাইভ ক্লাসও নিতে পারেন।
গবেষণায় খুশি
নানা বিষয় নিয়ে পড়তে ভাল লাগলে চিন্তা নেই। নানা সংস্থা রিসার্চের কাজ পাওয়া যায় অনলাইনে। দিনে কয়েক ঘণ্টা কাজ করেই হবে রোজগার।