তীব্র দুর্গন্ধে রাস্তা দিয়ে যাতায়াত করাই দায় হয়েছিল। দুর্গন্ধের ‘উৎপত্তি’ যেখানে, সেই বাড়িতে কড়া নেড়ে কারও সাড়া মেলেনি। উপায়ন্তর না দেখে ডাকা হল পুলিশ। শেষমেশ বাড়ির একটি জানলা ভেঙে উদ্ধার হল বাড়িমালিকের পচাগলা দেহ। ঘটনাস্থল হুগলির চুঁচুড়া পুরসভার ১৬ নম্বর ওয়ার্ড।
স্থানীয় সূত্রে খবর, পুরসভার তরফে নালা সংস্কারের কাজ চলছিল। পুরকর্মীরা একটি বাড়ি থেকে দুর্গন্ধ টের পেয়ে বিষয়টি স্থানীয় বাসিন্দাদের জানান। কয়েক জন জানান, তাঁরাও দুর্গন্ধ পেয়েছেন। সকলে জনৈক শিবু দেবনাথের বাড়িতে যান। বাড়ির মূল দরজা বন্ধ। বাড়ির জানালা দিয়ে কয়েক জন উঁকি দেন। দেখা যায়, এত ব্যক্তি শুয়ে রয়েছেন। তাঁদের সন্দেহ হয়। খবর দেন পুলিশে।
পরে ঘরে ঢুকে দেখা যায় ৬৮ বছরের বৃদ্ধের নিথর দেহ পড়ে রয়েছে। মৃত শিবু একাই ওই বাড়িতে থাকতেন। প্রতিবেশীরা জানাচ্ছেন, পারিবারিক কোনও কারণে বছর চারেক আগে শিবুর স্ত্রী এবং সন্তান অন্যত্র চলে যান। সেই থেকে নিঃসঙ্গ জীবন কাটাচ্ছিলেন বৃদ্ধ। কয়েক দিন হল এলাকায় দেখা যায়নি শিবুকে। তবে প্রতিবেশীদের সঙ্গে কথাবার্তা খুব একটা হত না। কেউ খোঁজও নেননি। সোমবার দেহ উদ্ধারের ঘটনায় শোরগোল এলাকায়। স্থানীয় কাউন্সিলর অর্পিতা সাহা বলেন, “সকালে এলাকাবাসীর তরফে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখান থেকে পুলিশে খবর দিই। পরে জানতে পারি, মৃত ব্যক্তি আমাদের চুঁচুড়া পুরসভারই অস্থায়ী কর্মচারী ছিলেন। পুলিশ জানালা ভেঙে ভিতরে ঢুকে তাঁর দেহ উদ্ধার করেছে।”
আরও পড়ুন:
শিবুর দেহ ইমামবাড়া সদর হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। ময়নাতদন্তের পরে শেষকৃত্য সম্পন্ন হবে। কী ভাবে বৃদ্ধের মৃত্যু হল, তদন্তে পুলিশ। ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।