চিকিৎসার গাফিলতিতে এক অন্তঃসত্ত্বা রোগীর মৃত্যুর অভিযোগ ঘিরে উত্তেজনা হাওড়ার ডোমজুড়ের একটি বেসরকারি নার্সিংহোমে। রবিবার সন্ধ্যায় চিকিৎসার গাফিলতিতে ওই মহিলার মৃত্যু হয় বলে অভিযোগ। মৃতার আত্মীয়েরা ডোমজুড়ের কাটলিয়ার ওই নার্সিংহোমে ভাঙচুর চালান। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় ডোমজুড় থানার পুলিশ এবং ব়্যাফ।
মৃতার নাম মৌসুমী নস্কর (৩২)। তিনি অন্তঃসত্ত্বা ছিলেন। পরিবার সূত্রে খবর, রবিবার সকালে কাটলিয়ার ওই বেসরকারি নার্সিংহোমে তাঁকে নিয়ে আসা হয়। অভিযোগ, চিকিৎসকেরা ওষুধ দিলে মৌসুমী গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এর পর নার্সিংহোম কর্তৃপক্ষ পরিবারের লোকেদের বাইরে থেকে রক্ত আনতে পাঠান। পরিজনেরা ফিরে জানতে পারেন তরুণীর মৃত্যু হয়েছে। মৃত্যুর সংবাদ পাওয়ার পরেই পরিবারের সদস্যেরা ক্ষোভে ফেটে পড়েন। নার্সিংহোমের মধ্যে টেবিল, চেয়ার এবং অন্যান্য আসবাবপত্র উল্টে দেওয়ার পাশাপাশি তাঁরা ভাঙচুর চালান বলে অভিযোগ। ডোমজুড় থানার পুলিশ এবং ব়্যাফ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। মৃতার পরিবারের অভিযোগ, চিকিৎসায় গাফিলতির কারণেই তাঁদের মেয়ের মৃত্যু হয়েছে। যদিও হাসপাতালের এক কর্তব্যরত নার্স গাফিলতির কথা মানতে চাননি। তিনি বলেন, “চিকিৎসকেরা চিকিৎসা করেন। প্রেসক্রিপশন অনুযায়ী যাবতীয় ওষুধ দেওয়া হয়েছিল। সন্ধ্যা ৬টা ২০ মিনিট নাগাদ রোগী মারা যান।”