তৃণমূলের ২১ জুলাইয়ের কর্মসূচিতে যোগ দিতে গাড়িতে চেপে যাচ্ছিলেন কয়েক জন কর্মী-সমর্থক। পথে হাওড়ার জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় দুর্ঘটনার মুখে পড়ে সেই গাড়ি। আহত হন বেশ কয়েক জন তৃণমূল কর্মী। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হুগলি খানাকুল থানার অন্তর্গত বালিপুর এলাকা থেকে একটি গাড়িতে চেপে প্রায় ৩০ জন তৃণমূল কর্মী সোমবার ধর্মতলার সমাবেশে যোগ দিতে যাচ্ছিলেন। জগৎবল্লভপুরের হাওয়াখানা এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে সামনে থাকা একটি বাসে সজোরে ধাক্কা মারে। অভিযোগ, গাড়ির ছাদ থেকে নিচে পড়ে গিয়ে বেশ কয়েক জন গুরুতর আহত হন। তাঁদের স্থানীয়েরা উদ্ধার করে চিকিৎসার জন্য জগৎবল্লভপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যান।
আরও পড়ুন:
এক জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় জগৎবল্লভপুর থানার পুলিশ। প্রত্যক্ষদর্শীদের দাবি, দ্রুত গতিতে ছোটার কারণেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়েছিল।