বেআইনি ভাবে একটি ব্যক্তি মালিকানাধীন পুকুর ভরাটের অভিযোগ উঠেছিল শ্যামপুর ২ ব্লকের বাছরি পঞ্চায়েতের দেওড়া কলাতলা সংলগ্ন এলাকায়। বুধবার সংবাদমাধ্যমে এ সংক্রান্ত প্রতিবেদনও প্রকাশিত হয়। এরপরেই নড়ে বসল প্রশাসন। মাটি খুঁড়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হল।
বৃহস্পতিবার ব্লকের ভূমি আধিকারিক অনুপম চক্রবর্তী নিজে দাঁড়িয়ে থেকে মাটি কাটার যন্ত্র আনিয়ে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেন। এই কাজে খুশি গ্রামবাসী। তাঁরা ওই পুকুর ব্যবহার করেন। সেখানে প্রতিমা বিসর্জনও দেওয়া হয়। অনুপম বলেন, ‘‘গ্রামবাসীদের অভিযোগ পেয়ে ও খবরের কাগজে প্রতিবেদন দেখে সঙ্গে সঙ্গে তদন্ত করি। পুকুরের মালিককে ডেকে পাঠাই। সব কাগজপত্র দেখে, পুকুর হিসেবে যতখানি অংশ চিহ্নিত রয়েছে দাগ নম্বরে, সেই অংশ থেকে মাটি তুলে পুকুরটিকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হয়। এরপরেও যদি কোথাও বেআইনি ভাবে পুকুর বোজানো হয়, তা হলে সেই এলাকা থেকে ব্লকে খবর দিলেই সঙ্গে সঙ্গে ব্যবস্থা নেব।’’
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)