Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Polba

দিল্লি রোডে ছিনতাইয়ের ঘটনায় দুষ্কৃতীরা চিহ্নিত, উদ্ধার ব্যবহৃত বাইকও

ছিনতাইয়ের সময় ব্যবহৃত বাইকের ভিত্তিতেই দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পোলবা থানার পুলিশ।

এই বাইক ব্যবহার করেই ছিনতাই করেছিল দুষ্কৃতীরা।

এই বাইক ব্যবহার করেই ছিনতাই করেছিল দুষ্কৃতীরা। নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
পোলবা শেষ আপডেট: ২১ জানুয়ারি ২০২২ ১৮:১৪
Share: Save:

হুগলি জেলার পোলবায় আট লক্ষ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুই দুষ্কৃতীকে চিহ্নিত করল পুলিশ। ছিনতাইয়ের সময় ব্যবহৃত বাইকের ভিত্তিতেই দুষ্কৃতীদের চিহ্নিত করা হয়েছে বলে জানিয়েছে পোলবা থানার পুলিশ। যদিও দুষ্কৃতীদের খোঁজে এখনও তল্লাশি চালাচ্ছে পুলিশ।

বৃহস্পতিবার পোলবার অ্যারেঙ্গায় দিল্লি রোডে এক যুবকের বাইক আটকে ছিনতাইয়ের ঘটনা ঘটে। ব্যান্ডেলের বাসিন্দা ওই যুবকের নাম অভিজিৎ দাস। চুঁচুড়া ফেরার পথে দিল্লি রোডের উপর তার বাইক দু’জন আটকায় এবং টাকা ভর্তি ব্যাগ ছিনিয়ে নেয় বলে অভিযোগ। ওই যুবকের দাবি তাঁর ব্যাগে আট লক্ষ চুয়াত্তর হাজার টাকা ছিল।

যে বাইক নিয়ে দুষ্কৃতীরা ছিনতাই চালিয়েছিল, সেই সবুজ-কালো বাইকের নম্বর দেখে ফেলেন স্থানীয় এক অটোচালক। পুলিশ সেই বাইকের নম্বরের সূত্র ধরে ভদ্রেশ্বরে বাইকের মালিকের সন্ধান পায়। তদন্তে পুলিশ জানতে পারে, বাইকটি ছিনতাইকারীর বন্ধুর। বাইকটি উদ্ধার করেছে পুলিশ। পাশাপাশি দুষ্কৃতীদের খোঁজে তল্লাশিও চালানো হচ্ছে।

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চুঁচুড়ায় বেশ কয়েকটি চুরি-ডাকাতির ঘটনা ঘটেছে। এ নিয়ে চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেছেন, ‘‘চুরি ছিনতাইয়ের ঘটনা যুগ যুগ ধরেই হয়ে চলেছে। প্রতিটা মানুষের পিছনে পুলিশ দেওয়া সম্ভব নয়। মানুষকে সচেতন হতে হবে। সতর্ক থাকতে হবে। পুলিশকেও সক্রিয় হতে হবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Polba Miscreant
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE