তৃণমূলে যোগ দিলেন উলুবেড়িয়া ২ ব্লকের বিজেপি পরিচালিত বাসুদেবপুর পঞ্চায়েতের প্রধান প্রশান্ত মণ্ডল ও উপপ্রধান দীপিকা মাইতি। মঙ্গলবার তাঁদের সঙ্গে দলবদল করেন বেশ কয়েকজন বিজেপি কর্মীও। রবিবার হাওড়া গ্রামীণ জেলা বিজেপি কার্যালয়ে ভাঙচুর হয়। ওই ঘটনায় দলীয় কর্মীদের একাংশ যুক্ত বলে বিজেপি সূত্রে খবর। প্রশাসন সূত্রে খবর, সম্প্রতি পদত্যাগের ইচ্ছাপ্রকাশ করে প্রশান্ত চিঠি দিয়েছিলেন উলুবেড়িয়া ২ ব্লক প্রশাসনের কাছে। এ দিন উলুবেড়িয়া ২ ব্লকের করাতড়িয়ায় একটি অনুষ্ঠানে তাঁর হাতে তৃণমূলের পতাকা তুলে দেন উলুবেড়িয়া উত্তরের বিধায়ক নির্মল মাজি। তাঁর দাবি, প্রধান ও উপপ্রধান ছাড়াও বাসুদেব পঞ্চায়েতের আরও দু’জন সদস্য তৃণমূলে যোগ দিয়েছেন। শীঘ্রই পঞ্চায়েতে তৃণমূল বোর্ড গঠন করবে। ওই পঞ্চায়েতের সদস্য সংখ্যা ১৬। গত পঞ্চায়েত ভোটে ১০টি আসনে জিতে বোর্ড গঠন করেছিল বিজেপি। তৃণমূল জিতেছিল পাঁচটি আসনে। একটি আসনে জয়ী হন নির্দল প্রার্থী।
প্রধানের দলবদল প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি প্রত্যুষ মণ্ডল বলেন, ‘‘ঘটনাটি দুর্ভাগ্যজনক। বিধানসভা নির্বাচনের পরে তৃণমুল নানা ভাবে ওঁদের উপরে চাপ তৈরি করছিল। শেষ পর্যন্ত ওঁরা চাপের কাছে মাথা নত করলেন।’’