Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Howrah

চার ব্যাগে ভর্তি সিগারেট, দাম ১০ লক্ষাধিক! হাওড়া স্টেশনে গন্ধ শুঁকে বার করল পুলিশ কুকুর

রেল সূত্রে খবর, রোজকার মতো নিয়ম মেনে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ আধিকারিকরা।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ০৮ ডিসেম্বর ২০২২ ০১:০৪
Share: Save:

দশ লক্ষাধিক টাকার বিদেশি সিগারেট উদ্ধার হল হাওড়া স্টেশন থেকে। পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালানোর সময় চারটি বড় ব্যাগভর্তি সিগারেট নজরে আসে। ব্যাগগুলি যাঁর, সেই যাত্রীকে আটক করেছে আরপিএফ।

রেল সূত্রে খবর, রোজকার মতো নিয়ম মেনে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সে দূরপাল্লার ট্রেন ছাড়ার আগে পুলিশ কুকুর দিয়ে তল্লাশি চালাচ্ছিলেন আরপিএফ আধিকারিকরা। তল্লাশির সময়েই ২২ নম্বর প্ল্যাটফর্ম থেকে চারটি ট্রলিব্যাগ উদ্ধার হয়। সেগুলি খুলতেই বেরিয়ে পড়ে থরে থরে সিগারেটের বাক্স।

আরপিএফ-এর এক আধিকারিক জানান, সিগারেট ভর্তি ট্রলির মালিক মুম্বইয়ের বাসিন্দা নুরুদ্দিন শেখ নামে এক যাত্রী। কোনও বৈধ কাগজপত্র দেখাতে না পারায় তাঁকে আটক করে শুল্ক দফতরের আধিকারিকদের হাতে তুলে দেওয়া হয়েছে। ওই আধিকারিকের দাবি, উদ্ধার হওয়া সিগারেটের মূল্য ১০ লক্ষ টাকারও বেশি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Howrah
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE