খারাপ হয়ে গিয়েছে পাম্প। সেই পাম্প মেরামতির জন্য আগামী শনিবার দুপুরে পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে হাওড়ায়।
হাওড়া পুরসভা জল বন্ধের বিষয়টি জানিয়ে নোটিস জারি করেছে। জানানো হয়েছে, পদ্মপুকুরের ইনটেক পয়েন্টে একটি পাম্প মেরামতির কাজ করবে কেএমডিএ। আগামী শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে মেরামতির কাজের জন্য পানীয় জলের পরিষেবা বন্ধ থাকবে পুরসভার সব ওয়ার্ডে (১ থেকে ৫০)।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়েছে, শুধু দুপুরেই পানীয় জল সরবরাহ বন্ধ থাকবে শনিবার। ওই দিন সন্ধ্যা সাড়ে ৭টা থেকে সব ওয়ার্ডেই পানীয় জল সরবরাহ স্বাভাবিক হবে বলে জানানো হয়েছে।
আরও পড়ুন:
গত জুন মাসেও পাইপ লাইনে কাজের জন্য পানীয় জল সরবরাহ বন্ধ ছিল হাওড়া পুর এলাকায়। সে বার কোনা এক্সপ্রেসওয়ের শৈলেন মান্না সরণির সংযোগস্থলে জাইকা মোড়ে পাইপ লাইন মেরামতির কাজ করেছিল হাওড়া পুরসভা। তার আগে গত এপ্রিল মাসে ১২ ঘণ্টার জন্য পানীয় জলের সরবরাহ বন্ধ থাকবে হাওড়ার সালকিয়া নস্করপাড়া এলাকায়। জলের মূল পাইপ লাইনের সংযোগস্থলে ফাটল ধরা পড়ায় জরুরি ভিত্তিতে তা মেরামতির প্রয়োজন হয়ে পড়েছিল। সেই কারণে পানীয় জল সরবরাহ বন্ধ রেখে মেরামতির কাজ করেছিল পুরসভা।