E-Paper

বৃষ্টি নিয়ে উদ্বেগ, কোপ একাধিক পুজোর অনুষ্ঠানে

একই নদের পাড়ের কাছে খানাকুলের ধান্যগোড়ি মা দুর্গা সেবা সঙ্ঘের পুজোর এ বারের বাজেট ১৫ লক্ষ টাকা।

পীযূষ নন্দী

শেষ আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৫ ০৯:২৯
—প্রতিনিধিত্বমূলক ছবি।

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এমনিতেই দিনভর মেঘলা আবহাওয়া। তার উপরে পুজো দিনগুলিতে সম্ভাব্য নিম্নচাপ ও বৃষ্টির খবরে দুশ্চিন্তা বাড়ছে বন্যাপ্রবণ আরামবাগ মহকুমার পুজো কমিটিগুলির কর্তাদের। বিশেষ করে নদ-নদী ঘেরা খানাকুলের বড় বাজেটের পুজোগুলির মধ্যে বেশ কিছু কমিটি বাইরে থেকে শিল্পী এনে অনুষ্ঠান বাতিল বা কাটছাঁট করার সিদ্ধান্ত নিয়েছে।

মহকুমার চারটি থানা (খানাকুল, পুরশুড়া, আরামবাগ এবং গোঘাট) এলাকায় সরকার অনুমোদিত পুজোর সংখ্যা মোট ৫৯২টি। অতিবৃষ্টি হলে গোঘাট, আরামবাগ এবং পুরশুড়ায় বিশেষ প্রভাব না পড়লেও খানাকুলের দু’টি ব্লকের ১৫৯টি পুজোর ক্ষেত্রে পড়তে পারে বলে আশঙ্কা পুজো কমিটিগুলির কর্তাদের। কারণ, নিচু এলাকা হওয়ায় জল জমা চিরকালীন সমস্যা।

খানাকুল ২ ব্লকের দক্ষিণ প্রান্তে রূপনারায়ণ নদের পারের কাছেই মাড়োখানার পানশিউলি সর্বজনীনের পুজো হয়। পুজো কমিটির সম্পাদক সুজিত পাল বলেন, “এ বারে বন্যা থেকে রেহাই মিলেছে ভেবে ১২ লক্ষ টাকার উপরে পুজো বাজেট করা হয়েছিল। কিন্তু নিম্নচাপের আশঙ্কায় গান-বাজনার অনুষ্ঠান সবই বাতিল করে দিয়েছি। সে জায়গায় আলোকসজ্জা ও দুঃস্থদের ত্রাণে জোর দেওয়া হয়েছে।”

একই নদের পাড়ের কাছে খানাকুলের ধান্যগোড়ি মা দুর্গা সেবা সঙ্ঘের পুজোর এ বারের বাজেট ১৫ লক্ষ টাকা। পুজোর থিম বিদ্যাসাগরের ২০৬তম জন্মবর্ষ উপলক্ষে ‘পাঠশালা’। পুজোর কর্মকর্তা রাহুল গুছাইত বলেন, “নিম্নচাপ নিয়ে আশঙ্কায় আছি। বাইরে থেকে আনা শিল্পীদের অনুষ্ঠান কাটছাঁট করতে হতে পারে।”

নিম্নচাপ নিয়ে আশঙ্কার কথা বলেছেন খানাকুল বন্দরের কুটিবাজার পুজো কমিটির সম্পাদক সুকুমার বেরা, পলাশপাই এভারগ্রিন ক্লাবের সম্পাদক কালিপদ আধিকারী, খানাকুল বয়েজ ক্লাবের পুজো কমিটির সম্পাদক পরমেশ্বর রানাও। পরমেশ্বরের আক্ষেপ, “আমাদের অনুষ্ঠান-সূচি অনেক। এখন পুজোর দিনগুলিতে নিম্নচাপের বৃষ্টি হবে, নাকি শরতের বৃষ্টি হবে, তা নিয়ে খুব দুশ্চিন্তায় আছি। নিম্নচাপের বৃষ্টি হলে কেলেঙ্কারি।”

তুলনামূলক কম আশঙ্কায় রয়েছেন আরামবাগের অন্যতম বড় বাজেটের পুজো দৌলতপুর যুবশক্তি নাট্যমন্দির কমিটির কর্তারা। সম্পাদক সজল কর্মকার বলেন, “নিম্নচাপ থাকলে পঞ্চমীর দিন আমাদের নাচের বড় প্রতিযোগিতার ব্যাঘাত ঘটতে পারে। দূরের প্রতিযোগীদের আসতে অসুবিধা হবে।” গোঘাটের ভিকদাস রয়্যাল চ্যালেঞ্জার সঙ্ঘের আশিস সাঁতরা বলেন, “নাচ, বাউল, অর্কেস্ট্রার বায়না করা হয়ে গিয়েছে। নিন্মচাপের প্রভাব দেখে তা বাতিল করতে হতে পারে। উদ্বেগে আছি।” পুরশুড়ার পঞ্চাননতলা সর্বজনীনের সম্পাদক নবকুমার মাকালের বক্তব্য, “এ বারে ইতিমধ্যেই অতিবৃষ্টিতে তিন দফা জলমগ্ন হয়েছে এলাকা। আবহাওয়ার গতিপ্রকৃতি দেখে বিশেষ আড়ম্বর রাখিনি। নিম্নচাপ হলে বড়জোর স্থানীয় ছেলে-মেয়েদের নিয়ে সাংস্কৃতিক অনুষ্ঠানের দিন বদল হতে পারে।”

(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)

Durga Puja Arambagh

আরও পড়ুন:

Share this article

CLOSE

Log In / Create Account

We will send you a One Time Password on this mobile number or email id

Or

By proceeding you agree with our Terms of service & Privacy Policy