Advertisement
০৫ ডিসেম্বর ২০২৩
Narayan Debnath

Narayan Debnath: ফের অসুস্থ নারায়ণ দেবনাথ, ভর্তি হাসপাতালে, পর্যবেক্ষণে চিকিৎসকদের বিশেষ দল

চিকিৎসকদের একটি বিশেষ দল আগেই তৈরি হয়েছিল। চিকিৎসকদের সেই দলটিই তাঁর চিকিৎসা করছে।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারায়ণ দেবনাথ।

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি নারায়ণ দেবনাথ। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১৩ জানুয়ারি ২০২২ ১৪:২০
Share: Save:

ফের অসুস্থ শিল্পী নারায়ণ দেবনাথ। তিনি ভর্তি রয়েছেন কলকাতার মিন্টো পার্কের পাশের এক নার্সিংহোমে। চিকিৎসকদের একটি বিশেষ দল তাঁকে পর্যবেক্ষণে রেখেছেন।
ওই নার্সিংহোম সূত্রে জানা গিয়েছে, বর্তমানে আইসিইউ-তে রয়েছেন ৯৮ বছর বয়স্ক ওই শিল্পী। তাঁকে রক্ত দিতে হচ্ছে। তাঁর শ্বাসপ্রশ্বাসের সমস্যা রয়েছে। পাশাপাশি অন্যান্য শারীরিক সমস্যাও রয়েছে। গত বেশ কয়েক দিন ধরেই অসুস্থ ছিলেন তিনি। তবে ২৪ ডিসেম্বর হাওড়ার শিবপুরের বাড়ি থেকে তাঁকে ওই নার্সিংহোমে ভর্তি করতে হয়।

রাজ্যের পক্ষ থেকে আগেই ওই কার্টুন শিল্পীর চিকিৎসার দায়িত্ব নেওয়া হয়েছিল। সেই সময় চিকিৎসকদের একটি বিশেষ দল আগেই তৈরি হয়েছিল। চিকিৎসকদের সেই দলটিই তাঁর চিকিৎসা করছে। বৃহস্পতিবার বিকেল চারটেয় তাঁকে দেখতে যাওয়ার কথা সমবায় মন্ত্রী অরূপ রায়ের। থাকতে পারেন স্বরাষ্ট্রসচিব বিপি গোপালিকাও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on: Save:
Advertisement

Share this article

CLOSE