Advertisement
৩০ এপ্রিল ২০২৪
Ferry Service

যাত্রী বিক্ষোভের জেরে শেওড়াফুলি ফেরিঘাটে শুরু লঞ্চ পরিষেবা, শিকেয় করোনা বিধি

সম্প্রতি শেওড়াফুলি থেকে মণিরামপুর পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়। সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে ফেরি চলাচল করছিল।

গাদাগাদি করে লঞ্চে উঠে পড়েন যাত্রীরা

গাদাগাদি করে লঞ্চে উঠে পড়েন যাত্রীরা নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
শেওড়াফুলি শেষ আপডেট: ২৪ জুন ২০২১ ২২:৫২
Share: Save:

যাত্রী বিক্ষোভের জেরে শেওড়াফুলি ফেরিঘাটে ফের শুরু হল লঞ্চ পরিষেবা। করোনা বিধি শিকেয় তুলে গাদাগাদি করে লঞ্চে সওয়ার হন যাত্রীরা।

সম্প্রতি শেওড়াফুলি থেকে মণিরামপুর পর্যন্ত ফেরি চলাচল শুরু হয়। সকাল ও সন্ধ্যায় অফিস টাইমে ফেরি চলাচল করছিল। বৃহস্পতিবার সকালে যাত্রীরা ব্যারাকপুর থেকে ঘাট পার হয়ে শেওড়াফুলি আসেন। বিকালে ঘাট বন্ধ করে দেওয়া হয়। ঘাট কর্তৃপক্ষ জানায় পুলিশ তাদের ঘাট বন্ধ করতে বলেছে। ফলে বিপাকে পড়েন কয়েকশ যাত্রী। শুরু হয় বিক্ষোভ। ভিড় ক্রমশ বাড়তে থাকে। তাই বাধ্য হয়ে ঘাট খুলে লঞ্চ পরিষেবা চালু করে ঘাট কর্তৃপক্ষ। বাড়ি ফেরার তাড়ায় করোনা বিধি শিকেয় তুলে গাদাগাদি করে লঞ্চে উঠে পড়েন যাত্রীরা।

রাজ্যে কার্যত লকডাউন শুরু হতেই গণ পরিবহণ ব্যবস্থা পুরোপুরি বন্ধ হয়ে গিয়েছিল। লোকাল ট্রেন, বাস, অটোর সঙ্গে বন্ধ হয়ে যায় লঞ্চ পরিষেবাও। যদিও পরবর্তীকালে কিছুটা শিথিল হয়েছে বিধিনিষেধ। জরুরি কাজে নিযুক্তদের জন্য পরিবহণে কিছু ছাড় দেওয়া হয়। শেওড়াফুলি ফেরিঘাটে লঞ্চ পরিষেবাও শুরু হয়েছিল। তা সাময়িক বন্ধ করা হলেও বিক্ষোভের জেরে ফের চালু করতে হল পরিষেবা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ferry Service Seoraphuli
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE