এক মহিলাকে মারধরের অভিযোগের মামলায় হাওড়ার গোলাবাড়ি থানার এক এসআই-এর বিরুদ্ধে নিরপেক্ষ তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার প্রধান বিচারপতি টি এস শিবগণনম ও বিচারপতি হিরণ্ময় ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চের নির্দেশ, ওই অফিসারের বিরুদ্ধে হাওড়ার নগরপাল এক জন দক্ষ অফিসারকে নিয়োগ করবেন। তদন্তে খোদ নগরপালকেই নজরদারি করতে হবে। প্রধান বিচারপতির পর্যবেক্ষণ, গোলাবাড়ি থানার পুলিশের বিরুদ্ধেই ওই থানায় মামলা হয়েছে। তাই তদন্তকারী আধিকারিক যাতে নিরপেক্ষ ভাবে তদন্ত করতে পারেন, সে দিকে লক্ষ রাখতে হবে নগরপালকে।
মামলাকারীর আইনজীবীর অভিযোগ, ২০২২ সালে একটি জমি-বিবাদ সংক্রান্ত ঘটনায় গোলাবাড়ি থানার ওই অফিসারের নেতৃত্বে পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়েছিল। সেই সময়ে সংশ্লিষ্ট অফিসার মামলাকারী মহিলাকে লাথি মারেন এবং লাঠিপেটা করেন। আইনজীবীর আরও অভিযোগ, ঘটনার সময়ে কোনও মহিলা পুলিশকর্মী ছিলেন না। ওই আইনজীবী কোর্টে জানান, এই ঘটনায় এর আগে হাই কোর্টের একক বিচারপতির বেঞ্চ হাওড়ার নগরপালের রিপোর্ট তলব করেছিল। কিন্তু মহিলার অভিযোগ, সেই রিপোর্টে ঠিক ও পর্যাপ্ত তথ্য দেওয়া হয়নি। তাই বিচারপতি কোনও পদক্ষেপ করেননি।
আইনজীবীদের পর্যবেক্ষণ, ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠার পরেও হাওড়া পুলিশ কমিশনারেটের কর্তারা কেন যথাযথ পদক্ষেপ করেননি, সে ব্যাপারে প্রশ্ন ওঠে। তবে এ বার খোদ প্রধান বিচারপতি কার্যত হাওড়ার নগরপালকে দায়বদ্ধ করায় যথাযথ তদন্ত হবে বলেই মনে করছেন তাঁরা।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)