ফুটপাতে থাকা ১৫ থেকে ১৮ বছর বয়সিদের চিহ্নিত করে টিকাকরণের সিদ্ধান্ত নিল হাওড়া পুরসভা। ফুটপাতে থাকা ১৫ থেকে ১৮ বছর বয়সি যারা চা-মিষ্টির দোকানে বা কোনও কারখানায় কাজ করে তাদেরই চিহ্নিত করে টিকা দেওয়ার পরিকল্পনা করলেন পুর কর্তৃপক্ষ।
পুরসভার তরফে জানানো হয়েছে, যে এলাকায় এই কিশোর-কিশোরীদের সংখ্যা বেশি প্রথমে সেই এলাকাগুলি চিহ্নিত করা হবে। তার পর সেখানে শিবির করে টিকা দেওয়ার কথা চিন্তাভাবনা করছে পুর কর্তৃপক্ষ। সোমবার হাওড়া পুর কর্তৃপক্ষ স্বাস্থ্য দফতর ও পুর আধিকারিকদের সঙ্গে একটি বৈঠক করেন। এই বৈঠকেই এই কিশোর-কিশোরীদের টিকাকরণের সিদ্ধান্ত নেওয়া হয়।