Follow us on

Download the latest Anandabazar app

© 2021 ABP Pvt. Ltd.

Advertisement

২১ জানুয়ারি ২০২২ ই-পেপার

Jewellery Seized: হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত ২৮ লক্ষ টাকার সোনা ও রুপোর গয়না, গ্রেফতার ২

নিজস্ব সংবাদদাতা
হাওড়া ০১ সেপ্টেম্বর ২০২১ ১৭:৫৬
ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে

ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে
নিজস্ব চিত্র।

হাওড়া স্টেশন থেকে বাজেয়াপ্ত করা হল প্রচুর সোনা ও রুপোর গয়না, যার আনুমানিক মূল্য প্রায় ২৮ লক্ষ টাকা। এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে রেল পুলিশ।
হাওড়া স্টেশনের আরপিএফ জানিয়েছে, দুই ব্যক্তির নাম অমর কুমার (২১) ও প্রবীণ কুমার (৪৫)। তাঁরা ঝাড়খণ্ডের বাসিন্দা। মঙ্গলবার হাওড়া স্টেশনের ওল্ড কমপ্লেক্সের ১২ নম্বর প্ল্যাটফর্মে আপ দুন এক্সপ্রেস ধরার জন্য অপেক্ষা করছিলেন তাঁরা। গোপন সূত্রে খবর পেয়ে রাত পৌনে আটটা নাগাদ হাওড়া ডিভিশনের আরপিএফ-এর প্রিভেনশন অ্যান্ড ডিটেকশন স্কোয়াড (সিপিডিএস)-এর বিশেষ দল সেখানে যায়।

Advertisement

আরপিএফ জানিয়েছে, দু’জনকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে তারা। তাঁদের কাছে থাকা একটি কালো ব্যাগ থেকে ওই গয়না উদ্ধার হয়। গয়নার কোনও বৈধ কাগজ দেখাতে পারেননি অমর ও প্রবীণ। তার পরেই তাঁদের গ্রেফতার করা হয়। খবর দেওয়া হয় স্টেট গুডস সার্ভিস ট্যাক্স (এসজিএসটি)-র আধিকারিকদের। পরে আটক দু’জনকে তাদের হাতে তুলে দেওয়া হয়।

আরও পড়ুন

Advertisement