Advertisement
২৬ এপ্রিল ২০২৪
howrah station

Howrah Station: হাওড়া স্টেশন থেকে ব্যাগ বোঝাই গয়না উদ্ধার, গ্রেফতার পটনার বাসিন্দা

শুক্রবার হাওড়ার স্টেশনের নয় নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তিকে ব্যাগ হাতে করে ঘুরে বেড়াতে দেখেন রেল পুলিশের কর্মীরা।

উদ্ধার হওয়া সোনার গয়না

উদ্ধার হওয়া সোনার গয়না নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
হাওড়া শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ১৮:০০
Share: Save:

একটি ব্যাগ হাতে করে হাওড়া স্টেশন চত্বরের এদিক-ওদিক ঘুরে বেড়াচ্ছিলেন এক ব্যক্তি। সন্দেহ হওয়ায় রেলপুলিশের কর্মীরা আটক করেন তাঁকে। ব্যাগ খুলতেই বিস্ময়ে হতবাক তাঁরা। ওই ব্যাগে রয়েছে ভর্তি রয়েছে সোনার গয়না।

শুক্রবার হাওড়ার স্টেশনের ৯ নম্বর প্ল্যাটফর্মে ওই ব্যক্তি ব্যাগ হাতে কিছুটা দিশাহীন ভাবে ঘুরে বেড়াচ্ছিলেন। তাঁকে ওই ভাবে ঘুরে বেড়াতে দেখে আটক করে রেল পুলিশ। শুরু হয় জিজ্ঞাসাবাদ। তাঁর ব্যাগ খুলে মেলে প্রচুর সোনার গয়না। তাতে ছিল গলার হার, কানের দুল, চুড়ি-সহ নানা ধরনের গয়না।

জিজ্ঞাসাবাদে জানা যায়, ওই ব্যক্তির নাম সন্তোষ কুমার। তিনি বিহারের বাসিন্দা। ওই গয়নাগুলির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি তিনি। রেল পুলিশের জিজ্ঞাসাবাদেও কোনো সদুত্তর দিতে পারেননি। এরপর ওই ব্যক্তিকে গ্রেফতার করা হয়। তাঁকে জিআরপি-র হাতে তুলে দেওয়া হয়েছে। বাজেয়াপ্ত করা হয়েছে সোনার গয়নাগুলি। যার আনুমানিক মূল্য ৩২ লক্ষ ৭৪ হাজার টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

howrah station gold
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE