প্রায় ৭০ বছরের পুরনো হুগলির হিন্দমোটর হাই স্কুল বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছেন কর্তৃপক্ষ। এই সিদ্ধান্তের প্রতিবাদে স্কুলের প্রিন্সিপালের সঙ্গে দেখা করতে যান অভিভাবকরা। কিন্তু প্রিন্সিপাল দেখা না করতে চাওয়ায় স্কুলের দরজায় বিক্ষোভ দেখান তাঁরা। অবরোধ করেন বিড়লা রোড। অবশেষে পুলিশি হস্তক্ষেপে প্রিন্সিপালের কাছে স্মারকলিপি জমা দেন তাঁরা।
অভিভাবকরা জানিয়েছেন, এক সময় এই স্কুলে প্রায় ২ হাজার ৩০০ ছাত্রছাত্রী ছিল। কিন্তু ২০১৪ সালে অ্যাম্বাসেডর কারখানা বন্ধ হয়ে যাওয়ার পরে অনেক শ্রমিক অন্য জায়গায় চলে গিয়েছেন। ফলে এই মুহূর্তে সেখানে ৭০০ জন পড়ে। মূলত হিন্দমোটর, কোন্নগর, উত্তরপাড়া, বালি প্রভৃতি এলাকা থেকে পড়ুয়ারা আসে। মধ্যশিক্ষা পর্ষদ ও উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের অধীনে হিন্দমোটর হাই স্কুলে হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানো হয়।