Advertisement
২৩ এপ্রিল ২০২৪
Belur Math

Belur Math: ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী, আগামী বছর রামকৃষ্ণ মিশনের ১২৫তম বর্ষপূর্তি

এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ‘যুব দিবস’ উপলক্ষে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী। রাত কাটান মঠের অতিথি নিবাসেও।

ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
বেলুড় শেষ আপডেট: ২৬ ডিসেম্বর ২০২১ ১৫:৪৭
Share: Save:

আগামী বছর ১২৫ বছর পূর্ণ করবে রামকৃষ্ণ মিশন। সেই উপলক্ষে ফের বেলুড় মঠে আসতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁকে আমন্ত্রণ জানানো হবে বলে বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে।
বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, রামকৃষ্ণ মিশনের ১২৫ তম বর্ষ উপলক্ষে ২০২২ সালের ১ মে থেকে ২০২৩ সালের ১ মে পর্যন্ত টানা এক বছর ধরে বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হবে। এই বিশাল কর্মসূচিতে সহযোগিতা করবে ভারত সরকার। এ ছাড়া সারা দেশ এবং বিশ্ব জুড়ে মিশনের যে অসংখ্য ভক্ত রয়েছেন তাঁরাও পাশে থাকবেন। বেলুড় মঠ সূত্রে জানা গিয়েছে, প্রধানমন্ত্রী স্বয়ং এই অনুষ্ঠানে উপস্থিত থাকার ইচ্ছা প্রকাশ করেছেন। এই অনুষ্ঠানকে স্মরণীয় করতে রামকৃষ্ণ মিশনের সঙ্গে যৌথ ভাবে দেশ জুড়ে বিভিন্ন অনুষ্ঠান করতে তিনি আগ্রহ প্রকাশ করেছেন বলেও মঠ সূত্রে জানা গিয়েছে। এ ব্যাপারে রামকৃষ্ণ মিশন কর্তৃপক্ষও সম্মতি দিয়েছেন। বেলুড় মঠ সূত্রে আরও জানা গিয়েছে উদ্বোধনী অনুষ্ঠানটি বেলুড় মঠে হবে। তাতে আমন্ত্রণ জানানো হবে মোদীকে। সেখানে তাঁর উপস্থিত থাকার সম্ভাবনা প্রবল।

এর আগে ২০২০ সালের ১২ জানুয়ারি ‘যুব দিবস’ উপলক্ষে বেলুড় মঠে এসেছিলেন প্রধানমন্ত্রী। রাত কাটান মঠের অতিথি নিবাসেও।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Belur Math Ramkrishna mission Narendra Modi
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE