Advertisement
০৪ মে ২০২৪
Villagers Agitated Goghat

রাস্তা থেকে উঠছে পিচ, ক্ষোভ গোঘাটের গ্রামে

রাস্তার উপর পিচের পাতলা একটা স্তর দেওয়া হচ্ছে। দিতে হবে পিচের মোটা আস্তরণ। এই অশান্তির জেরে বন্ধ রয়েছে কাজটি।

রাস্তা থেকে তোলা হচ্ছে পিচের আস্তরণ।

রাস্তা থেকে তোলা হচ্ছে পিচের আস্তরণ। নিজস্ব চিত্র ।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ২০ জানুয়ারি ২০২৪ ০৯:১২
Share: Save:

গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলে জেলা পরিষদের তৈরি রাস্তার কাজ নিম্নমানের হয়েছে অভিযোগ তুলে ক’দিন ধরে অশান্তি চলছিল গোঘাটের মণ্ডলগাঁথিতে। সম্প্রতি তা নিয়ে বিক্ষোভ দেখালেন এলাকার বাসিন্দারা। ঠিকাদার সংস্থার কর্মীদের ঘিরে স্থানীয় বামুনপাড়ার
বাসিন্দারা অভিযোগ জানান, রাস্তার উপর পিচের পাতলা একটা স্তর দেওয়া হচ্ছে। দিতে হবে পিচের মোটা আস্তরণ। এই অশান্তির জেরে বন্ধ রয়েছে কাজটি।

অভিযোগ অস্বীকার করে সংস্থার কর্ণধার উজ্জ্বল দাস বলেন, “গত ১৩ তারিখ বিকালে প্রকল্পের বিবরণ অনুযায়ী পিচ হয়েছে। তার ১২ ঘণ্টা পরই পিচ তুলে দিয়েছেন এলাকাবাসী। পিচ জমতে কম করে সাত দিন সময় দেওয়া দরকার। বিষয়টা জেলা পরিষদে জানিয়েছি।’’

গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন তহবিলের কাজগুলির দায়িত্বে থাকা জেলা পরিষদের এক ইঞ্জিনিয়ার বলেন, “কাজটি সরেজমিনে
খতিয়ে দেখা হবে। রাস্তাটি সংশ্লিষ্ট ঠিকাদরের দায়িত্বে পাঁচ বছর থাকে। কোথাও গোলমাল থাকলে তারাই
তা সংস্কার করবে।’’ জেলা পরিষদ সূত্রে খবর, ৪.৬ কিলোমিটার
রাস্তাটির জন্য বরাদ্দ হয়েছে প্রায় ২ কোটি টাকা।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Goghat
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE