কর্মী নিয়োগ করবে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং সায়েন্স অ্যান্ড টেকনোলজি, শিবপুর। অফিস অ্যাসিস্ট্যান্ট পদে ওই প্রতিষ্ঠানে দক্ষ ব্যক্তি প্রয়োজন। শূন্যপদ একটি।
অফিস অ্যাসিস্ট্যান্ট পদে কর্মরত ব্যক্তিকে প্রতি মাসে ৩৫,০০০ টাকা বেতন দেওয়া হবে। এই পদে যে কোনও বিষয়ে স্নাতকেরা কাজের সুযোগ পাবেন। নিযুক্ত ব্যক্তিকে প্রতিষ্ঠানের সেন্ট্রাল সিট অ্যালোকেশন বোর্ড-এর হয়ে কাজ করতে হবে। তাঁদের বয়স ৬৫ বছরের মধ্যে হওয়া প্রয়োজন।
আরও পড়ুন:
উল্লিখিত পদে নিযুক্তকে ৯ মাসের চুক্তিতে কাজ করতে হবে। পরে চাহিদা অনুযায়ী ওই মেয়াদ বৃদ্ধি পেতে পারে। সরাসরি ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থীদের যোগ্যতা যাচাই করে নেওয়া হবে।
আগ্রহীদের জীবনপঞ্জি, শিক্ষাগত যোগ্যতা এবং বয়সের প্রমাণপত্র, কর্মজীবনের শংসাপত্রের মতো নথি সঙ্গে নিয়ে আইআইইএসটি, শিবপুরে পৌঁছে যেতে হবে। ১৫ জানুয়ারি ইন্টারভিউ হতে চলেছে।