Advertisement
২৪ এপ্রিল ২০২৪
Ritabrata Banerjee

Ritabrata Banerjee: হকারদের উপর অত্যাচার করছে আরপিএফ, ব্যান্ডেলে আন্দোলনের ডাক ঋতব্রতের

সম্প্রতিই ব্যান্ডেল স্টেশন কয়েক জন হকার আটক হওয়ার ঘটনায় বিক্ষোভ তৈরি হয় স্টেশন চত্বরে। ওই হকারদের জিনিসপত্রও আরপিএফ আটকে রাখে বলে অভিযোগ।

নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
ব্যান্ডেল শেষ আপডেট: ১০ ডিসেম্বর ২০২১ ২২:৫৭
Share: Save:

স্টেশন চত্বরে হকারদের উপর রেল সুরক্ষা বাহিনী (আরপিএফ)-র ‘অত্যাচার’ নিয়ে সরব হলেন তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসি-র রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। হকারদের উপর অত্যাচার বন্ধ না হলে স্টেশনে স্টেশনে বিক্ষোভ হবে বলে হুঁশিয়ারি দিলে তিনি।

সম্প্রতি ব্যান্ডেল স্টেশন কয়েক জন হকার আটক হওয়ার ঘটনায় বিক্ষোভ তৈরি হয় স্টেশন চত্বরে। ওই হকারদের জিনিসপত্র আরপিএফ আটকে রাখে বলে অভিযোগ। এর পরই আরপিএফ-এর অফিসের সামনে বিক্ষোভ দেখান হকারদের একটা অংশ। শেষমেশ আটক হওয়া হকারদের ছেড়ে দেওয়া হয়।

ঋতব্রত বলেন, ‘‘হকারদের উপর মাত্রাছাড়া অত্যাচার চালাচ্ছে আরপিএফ। শুধু পনেরশো টাকা জরিমানাই নয়, হকারদের খাবার খেয়ে নিচ্ছে। ওদের জিনিস আটকে রাখছে। অনেক জায়গায় এই ঘটনা ঘটছে। ব্যারাকপুরেও ঘটেছে। আরপিএফ যদি মনে করে, ওরা স্টেশনের মালিক, সেটা হতে দেব না। হকাররা রাজ্যের বাসিন্দা। আজ বিক্ষোভ হল। এর পর আরও বড় আন্দোলন হবে।’’

ওই বিক্ষোভ সভায় ছিলেন তৃণমূল বিধায়ক তপন দাশগুপ্ত ও অসিত মজুমদার। সপ্তগ্রামের বিধায়ক তপন বলেন, ‘‘এখানে চাকরি করতে হলে বিজেপি-র দালালি করা চলবে না।’’

চুঁচুড়ার বিধায়ক অসিত মজুমদার বলেন, ‘‘আমরা চাই না অযথা আইন শৃঙ্খলার অবনতি হোক। রেলে হকারি তো নতুন নয়। কেন্দ্র চায় না কেউ ভাল থাকুক। এ সব বন্ধ না হলে আমরা ডিআরএম অফিসে গিয়ে আন্দোলন করব।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Ritabrata Banerjee
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE