বেঁচে আছি! বিশ্বাসই হচ্ছে না। মঙ্গলবার রাত তখন ক’টা হবে? সাড়ে ১২টা-১টা। বাসে আমরা সবাই ঘুমোচ্ছিলাম। হঠাৎ একটি বিকট শব্দে ঘুম ভেঙে গেল। কী হল? কিছু বুঝে ওঠার আগেই বাসটি উল্টে গেল। বাসের মধ্যে আমাদের তখন ওলটপালট অবস্থা। পাশে আমার আট বছরের মেয়ে বসেছিল। ওকে বুকে জড়িয়ে চিৎকার করতে লাগলাম। মেয়ে হাতের যন্ত্রণায় ছটফট করছে। তখনও বুঝতে পারিনি আমারও শরীরে চোট লেগেছে।
তখন একটাই ভাবনা। কে বাঁচাবে আমাদের? চারদিকে অন্ধকার। কিছু দেখতে পাচ্ছি না। কে কোথায় আছি, বুঝতে পারছি না। স্বামীর সাড়াশব্দ নেই। চারদিকে গোঙানির শব্দ। মৃত্যু যেন হাতছানি দিচ্ছে!
বেশ কিছুক্ষণ বাদে পুলিশ এসে আমাদের উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে জানতে পারি, আমাদের বাসের ৬ জন মারা গিয়েছেন। কিন্তু কারা যে মারা গেলেন, সেটা জানি না। মেয়ের হাত ভেঙে গিয়েছে।