কয়েক মাস আগে হয়ে যাওয়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রিলে রেসে স্থানাধিকারী একটি দলের এক খেলোয়াড়কে নিয়ে বিতর্ক বেধেছিল। ওই দলকে পুরস্কার দেওয়া নিয়ে তর্কাতর্কি থেকে শ্রীরামপুর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের দুই গোষ্ঠীর মধ্যে মারামারি বাধল। ঘটনার জেরে সোমবারের পরে মঙ্গলবারও তেতে ওঠে কলেজ ক্যাম্পাস। দু’জন প্রহৃত হাসপাতালে ভর্তি হন বলে কলেজ সূত্রের খবর।
দু’পক্ষই শ্রীরামপুর থানায় যায়। চন্দননগর পুলিশ কমিশনারেট সূত্রের দাবি, দু’পক্ষের মধ্যে মারামারি হয়েছে। দু’পক্ষই এই ঘটনায় মৌখিক অভিযোগ করেছে। তবে রাত পর্যন্ত লিখিত কোনও অভিযোগ থানায় জমা পড়েনি।
কমিশনারেটের এক আধিকারিক বলেন, ‘‘কলেজ থেকে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হয়েছে। ওই ছবি খুঁটিয়ে দেখে কারা দোষী চিহ্নিত করে পরবর্তী পদক্ষেপ করা হবে।’’ গোলমাল প্রসঙ্গে কলেজ কর্তৃপক্ষ এ দিন কোনও মন্তব্য করেননি।
টিএমসিপির হুগলি জেলা সভাপতি শুভদীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘গোলমালের বিষয়ে খবর পেয়েছি। নিজেদের মধ্যেই একটা সমস্যা হয়েছিল। তবে বিরাট কিছু ব্যাপার নয়। স্থানীয় নেতৃত্বের সঙ্গে বিষয়টি নিয়ে কথাও বলছি। তাঁরা সমস্যা মিটিয়ে দেবেন।’’
কলেজ সূত্রের খবর, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় রিলে রেসে স্নাতকস্তরে সদ্য পাশ করা এক ছাত্র ছিলেন। এ নিয়েই অন্য পক্ষ প্রশ্ন তোলে। সোমবার কলেজে ওই দলকে পুরস্কার দেওয়া নিয়েও আপত্তি জানায় তারা। এ থেকেই গোলমালের সূত্রপাত। দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
অভিযোগ, যে পক্ষ পুরস্কার পেল না, তাদের গোষ্ঠীর ছেলেরা সোমবার এক ছাত্রকে মারধর করে। মঙ্গলবার ফের ক্যান্টিনে ঢুকে এক ছাত্রকে বেধড়ক মারধর করা হয়। এই নিয়ে দু’পক্ষের মারামারি বেধে যায় বলে সূত্রের খবর।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)