হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ট্রেনের ভিতরে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সোনার গয়না লুটের ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করল ওই স্টেশনের রেল পুলিশ। বুধবার রাতে টিকিয়াপাড়া থেকে মহম্মদ রব্বান, বিবেক কুমার ও মহম্মদ ইকবাল নামে ওই তিন জন ধরা পড়ে। রেল পুলিশ সূত্রের খবর, এরা প্রত্যেকেই বিহারের বেগুসরাইয়ের বাসিন্দা এবং কুখ্যাত দুষ্কৃতী।
ধৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে, গত মঙ্গলবার রাতে সাত জন দুষ্কৃতী রাঁচীগামী ক্রিয়া যোগ এক্সপ্রেসে উঠেছিল। সঙ্গীদের সাহায্য করার জন্য তিন দুষ্কৃতী যাত্রী সেজে সেই কামরাতেই ছিল। ট্রেনটি ২২ নম্বর প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকাকালীনই অভিযোগকারী স্বর্ণ ব্যবসায়ীর উপরে হামলা চালিয়ে এক কেজি সোনার গয়না লুট করে এক দুষ্কৃতী পালিয়ে যাওয়ার পরে ওই তিন জনও ট্রেন থেকে নেমে গা-ঢাকা দেয়। বাকি তিন দুষ্কৃতীও সুযোগ বুঝে সরে পড়ে। এর পরে গোলমালের জেরে তিন জন ধরা পড়লেও বাকিরা অধরা ছিল। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ও গোপন সূত্রে খবর পেয়ে আরও তিন জনকে টিকিয়াপাড়া ও লিলুয়া এলাকা থেকে গ্রেফতার করে রেল পুলিশ। যদিও লুট হওয়া সোনা ও পলাতক এক দুষ্কৃতীর নাগাল বৃহস্পতিবার পর্যন্ত মেলেনি। তাকে ধরতে রেল পুলিশের একটি দল বিহারে গিয়েছে।
তদন্তে পুলিশ জানতে পেরেছে, বিহারে বসেই এই লুটের ছক কষেছিল দুষ্কৃতীদের দলটি। তদন্তকারীদের ধারণা, রাঁচী থেকে এসে ছোট ছোট দলে ভাগ হয়ে তারা হাওড়া স্টেশনে ঢুকেছিল। স্টেশনের সিসি ক্যামেরার ফুটেজ দেখে তদন্তকারীদের প্রথমে তেমনই সন্দেহ হয়। পরে ধৃত তিন দুষ্কৃতীকে জেরা করে তাঁরা জানতে পারেন, ওই দলে আরও চার জন, অর্থাৎ মোট সাত জন ছিল। তাদের মধ্যে এক জন দুষ্কৃতী সোনার গয়না ভর্তি ব্যাগটি নিয়ে চম্পট দিয়েছে। আর যে তিন জন যাত্রী সেজে কামরায় অপেক্ষা করছিল, নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে রেল পুলিশ বুধবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
তদন্তে নেমে রেল পুলিশ আরও জেনেছে, বিহারের ওই দুষ্কৃতী দলটি এই ধরনের একাধিক ডাকাতির ঘটনায় জড়িত। তারা এ রাজ্যের আরও কোথাও ডাকাতির ঘটনা ঘটিয়েছে কিনা, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চালাচ্ছেন তাঁরা। ধৃত তিন জনকে বৃহস্পতিবার হাওড়া আদালতে তোলা হলে তাদের ন’দিনের পুলিশি হেফাজত হয়েছে।
এই খবরটি পড়ার জন্য সাবস্ক্রাইব করুন
5,148
1,999
429
169
(এই প্রতিবেদনটি আনন্দবাজার পত্রিকার মুদ্রিত সংস্করণ থেকে নেওয়া হয়েছে)