Advertisement
০২ মে ২০২৪
Co-Operative Election in Singur

সিঙ্গুরের সমবায় নির্বাচনে ভোট লুট! তৃণমূলের বিরুদ্ধে আদালতে যাওয়ার হুঁশিয়ারি সিপিএমের

রবিবার সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হচ্ছে হাকিমপুর তুষ্টুচরণ উচ্চ বিদ্যালয়ে। ৫৭টি আসনের সমবায়ে সব ক’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম সমর্থিত প্রার্থীরা।

পথ অবরোধ করল সিপিএম। নিজস্ব ছবি।

পথ অবরোধ করল সিপিএম। নিজস্ব ছবি।

নিজস্ব সংবাদদাতা
সিঙ্গুর শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:২০
Share: Save:

হুগলির সিঙ্গুরে সমবায় নির্বাচনে ভোট লুটের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে। বুথকেন্দ্রের সামনে মাস্ক পরা ‘বহিরাগত’দের কারণে ভোটাররা শান্তিতে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ তুলে সরব হয়েছে সিপিএম। রাস্তাও অবরোধ করেছে তারা। যদিও সব অভিযোগ অস্বীকার করেছে শাসকদল।

রবিবার সিঙ্গুরের ছিনামোড় সমবায় কৃষি উন্নয়ন সমিতির নির্বাচন হচ্ছে হাকিমপুর তুষ্টুচরণ উচ্চ বিদ্যালয়ে। ৫৭টি আসনের সমবায়ে সব ক’টি আসনেই প্রতিদ্বন্দ্বিতা করছেন বাম সমর্থিত প্রার্থীরা। অন্য দিকে, ৫৩টি আসনে প্রার্থী দিয়েছে তৃণমূল। বিজেপি সমর্থিত প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করছেন ১৪টি আসনে। মোট ভোটার সংখ্যা ১৪০০। সিপিএমের অভিযোগ, বাম সমর্থিত প্রার্থীদের বুথকেন্দ্রের কাছে ঘেঁষতে দেওয়া হচ্ছে না। পুলিশের সামনেই চলছে অবাধে ভোট লুট। ঘটনাস্থলে যান এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যও। বলেন, ‘‘নির্বাচনের নাম প্রহসন হবে। আদালতে যাব। আইনি পদক্ষেপ করা হবে।’’

সিপিএমের অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। সিঙ্গুর ব্লক তৃণমূলের সভাপতি গোবিন্দ ধারা বলেন, ‘‘এই সমবায়ে তো আমরাই বিরোধী। কিন্তু এখানে শান্তিপূর্ণ ভাবেই ভোট হয়েছে।’’ প্রশাসনের নিষ্ক্রিয়তার অভিযোগ প্রসঙ্গেও তিনি বলেন, ‘‘সম্পূর্ণ ভুল কথা। মানুষের পাত্তা পায় না বলেই এ সব কথা বলছে ওরা।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Co-Operative Election
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE