বর্ষবরণের রাতে অজ্ঞাতপরিচয় দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হলেন হুগলির উত্তরপাড়ার একটি পঞ্চায়েতের তৃণমূল সদস্য এবং ওই দলের কয়েক জন কর্মী। পঞ্চায়েতকর্মী পার্থ নস্করকে গুরুতর আহত অবস্থায় কলকাতার এসএসকেএম হাসপাতালে ভর্তি করানো হয়েছে। জখম হয়েছেন আরও কয়েক জন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
স্থানীয় সূত্রের খবর, মঙ্গললবার রাতে উত্তরপাড়ার মাখলা অটো স্ট্যান্ডের কাছে ডানকুনির রঘুনাথপুর গ্রাম পঞ্চায়েতের সদস্য পার্থ নস্কর এবং যুব তৃণমূল কংগ্রেস কর্মী শঙ্খদীপ মণ্ডলের সঙ্গে আরও দুই তৃণমূল কর্মী ছিলেন। তাঁদের উপর আচমকা কয়েক জন দুষ্কৃতী হামলা করে বলে অভিযোগ। কারও মাথা ফেটে রক্ত ঝরেছে, কেউ বুকে গুরুতর আঘাত পেয়েছেন। তাঁদের সকলকে পরে উদ্ধার করে উত্তরপাড়া স্টেট জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরে কয়েক জনের শারীরিক পরিস্থিতি দেখে স্থানীয় একটি নার্সিংহোমে স্থানান্তর করা হয়। সেখান থেকে কলকাতার হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
আরও পড়ুন:
কে বা কারা তৃণমূল নেতা এবং কর্মীদের উপর হামলা করেছে, তা এখনও স্পষ্ট নয়। কী নিয়ে এই আক্রমণ তা-ও জানা যায়নি। স্থানীয় তৃণমূল নেতৃত্ব এই ঘটনার নিন্দা করে জানিয়েছেন, বিষয়টি নিয়ে খোঁজখবর চলছে।