খেলার শেষে পুকুরে স্নান করতে নেমেছিল বছর তেরোর একটি ছেলে। হঠাৎ তাকে ডুবতে দেখে ঝাঁপিয়ে পড়ে বন্ধু। কিন্তু দু’জনেরই ডুবে মৃত্যু হয়েছে। শনিবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে হাওড়ার বেলুড়ে।
স্থানীয় সূত্রে খবর, মৃত দুই কিশোরের নাম গুড্ডু গোঁদ এবং অঙ্কিত মিশ্র। দু’জনের বাড়ি কাছাকাছি। শনিবার বিকেলে আরও কয়েক জন বন্ধুর সঙ্গে লিলুয়ার একটি খেলার মাঠে খেলাধুলো করতে যায় সপ্তম শ্রেণির দুই পড়ুয়া।
খেলার শেষে বাড়ি ফেরার পথে বেলুড়ের টিফিন বাজার এলাকার নোনাপুকুরে স্নান করতে নামে গুড্ডু। সেই সময় পা পিছলে গভীরে তলিয়ে যেতে থাকে সে। সাঁতার জানত না গুড্ডু। অঙ্কিত সেটা জানত। সে নিজেও সাঁতার জানে না। তৎসত্ত্বেও বন্ধুকে ডুবে যেতে দেখে দাঁড়িয়ে থাকেনি সে। ঝাঁপ দেয় জলে। বন্ধুকে টেনে তোলার চেষ্টা করতে গিয়ে নিজেও পুকুরে তলিয়ে যায় সে।
আরও পড়ুন:
অন্য বন্ধুরা চিৎকার-চেঁচামেচি শুরু করলে স্থানীয়দের কয়েক জন ছুটে যান। তাঁদের চেষ্টায় বেশ খানিক ক্ষণ পরে দু’জনকেই জল থেকে তোলা হয়। নিয়ে যাওয়া হয়েছিল হাসপাতালে। কিন্তু কর্তব্যরত চিকিৎসক দু’জনকেই মৃত বলে ঘোষণা করেন।
গুড্ডু এবং অঙ্কিত বেলুড়ের লালাবাবু সায়ার রোড এলাকার বাসিন্দা। দুই কিশোরের মৃত্যুতে স্বাভাবিক ভাবে শোকগ্রস্ত ওই এলাকা। পুলিশ ময়নাতদন্তে পাঠিয়েছে দেহ দুটি। তার পরে পরিবারের হাতে তুলে দেবে।