নদীতে নেমে তলিয়ে গেল কিশোর-কিশোরী। প্রতীকী চিত্র।
বাড়ির সকলে ব্যস্ত মনসা পুজোয়। সকলের চোখের আড়ালে মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমে তলিয়ে গিয়েছিল ৫ কিশোর এবং কিশোরী। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ১ জনের। ২ জনকে উদ্ধার করে ভর্তি করানো হয়েছে হাসপাতালে। নিখোঁজ ২ জনের সন্ধানে নদীতে চলছে তল্লাশি। এই ঘটনা হুগলির আরামবাগ থানার হরিণখোলা মাঠপাড়া গ্রামের।
স্থানীয় বাসিন্দাদের সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার মনসা পুজো উপলক্ষে আত্মীয়ের বাড়িতে এসেছিল ওই ৫ কিশোর-কিশোরী। বুধবার তারা একসঙ্গে মুণ্ডেশ্বরী নদীতে স্নান করতে নেমেছিল। এর পর নদীতে নেমে তলিয়ে যায় ৫ জনই। স্থানীয়রা তাদের দেখতে পেয়ে নদীতে নেমে ৩ জনকে উদ্ধার করে। তাদের নিয়ে যাওয়া হয় আরামবাগ হাসপাতালে। সেখানে সঞ্জিত মালিক (১২) নামে এক কিশোরকে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন। অন্য ২ জনের চিকিৎসা চলছে।
নদীতে যে ২ জন তলিয়ে গিয়েছে তাদের খোঁজে নামানো হয়েছে ডুবুরি। ঘটনাস্থলে পৌঁছেছে আরামবাগ থানার পুলিশ। স্থানীয় হরিণখোলা-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান আব্দুল আজিজ খান বলেন, ‘‘নদীতে যে বড় গর্ত ছিল তা ওই কিশোর-কিশোরীর জানা ছিল না। সেখানেই তারা ডুবে যায়। ২ জনকে বাঁচানো গেলেও ১ জনের মৃত্যু হয়েছে। বাকি ২ জনের খোঁজ পাওয়া যায়নি।’’
Or
By continuing, you agree to our terms of use
and acknowledge our privacy policy