খড়্গপুরের এক ছিনতাইয়ের ঘটনায় তিনজনকে গ্রেফতার করল পুলিশ।
পুলিশ জানিয়েছে, ধৃতদের নাম জে ডেভিড রাও, যুধিষ্ঠির নায়েক এবং বিকাশ রুদ্র। ধৃতদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার হয়েছে। ছিনতাই হওয়া নগদ টাকার বেশির ভাগটাও উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, ঘটনার সঙ্গে আরও দু’-তিনজনের যোগ থাকতে পারে। ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে সব দিক খতিয়ে দেখা হচ্ছে। শনিবার বিকেলে জেলা পুলিশ সুপারের দফতরে এক সাংবাদিক বৈঠকে জেলার পুলিশ কর্তাদের দাবি, খড়্গপুরের এই ঘটনার কিনারা খুব দ্রুত হয়েছে। সাংবাদিক বৈঠকে ছিলেন জেলা পুলিশ সুপার ভারতী ঘোষ, খড়্গপুরের অতিরিক্ত পুলিশ সুপার ওয়াই রঘুবংশী প্রমুখ।
ঘটনাটি শুক্রবার সকাল সাড়ে দশটা নাগাদের। ওই দিন ওই সময় খড়্গপুরের সাহাচকের কাছে ছিনতাইবাজদের কবলে পড়েন প্রীতম শর্মা নামে একজন। প্রীতম মোটরবাইকে ছিলেন। তিনি স্থানীয় এক কারখানার ম্যানেজার। পুলিশ সূত্রে খবর, প্রীতমের কাছে নগদ প্রায় ৪ লক্ষ ৭০ হাজার টাকা ছিল। টাকা এক ব্যাগে ছিল। ছিনতাইবাজেরা ওই ব্যাগ নিয়ে পালায়। অভিযোগ পেয়ে তদন্ত শুরু করে পুলিশ। শুরুতে ওই কারখানার কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপরই সূত্র মেলে। জে ডেভিড রাওকে গ্রেফতার করা হয়। সে ছিনতাইয়ের কথা স্বীকার করে। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে যুধিষ্ঠির নায়েক এবং বিকাশ রুদ্র নামে দু’জনকে গ্রেফতার করে পুলিশ।