এনুমারেশন ফর্ম পূরণের সময় পরিচয় ভাঁড়ানোর অভিযোগ আরও এক নেতার বিরুদ্ধে। এর আগে শিলিগুলির মাটিগাড়া-২ ব্লকের বিজেপি নেতার বিরুদ্ধে অভিযোগ ছিল অন্যের ঠাকুরদাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়ার। এ বার কোচবিহারের-১ ব্লকের এক নেতার বিরুদ্ধে অভিযোগ, ফর্ম পূরণের সময় অন্যের বাবাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়ার।
পানিশালা গ্রাম পঞ্চায়েতের পানিগ্রাম এলাকায় তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি পরেশ রাজভরের বিরুদ্ধে পরিচয় ভাঁড়ানোর অভিযোগ। অভিযোগ, জিরানপুরের টোনামারি এলাকার বাসিন্দা মহাদেব রাজভরের মৃত পিতা রামপতি রাজভরকে নিজের পিতা হিসেবে দেখিয়ে এসআইআর ফর্ম পূরণ করেছেন পরেশ।
পরেশের স্বাক্ষর। — নিজস্ব চিত্র।
বিষয়টি প্রকাশ্যে আসতেই কোচবিহার-১-এর বিডিওর কাছে অভিযোগ দায়ের করেছেন মহাদেব। অভিযোগের সময়ে তিনি উল্লেখ করেছেন, তাঁরা পাঁচ ভাই। তাঁদের বাবা রামপতির এপিক নম্বর ডব্লিউবি/০১/০০৮/৩৫৪৮৯২। পরেশ নিজের এসআইআর ফর্ম পূরণ করার সময়ে বাবা হিসাবে রামপতির নাম লিখেছেন। যা ভুয়ো তথ্য। অভিযোগ অস্বীকার করে পরেশ দাবি করেন, তাঁর বাবার নাম রামপতি। তাই তিনি তাঁর বাবার নামই লিখেছেন ও এপিক নাম্বার দিয়েছেন। তিনি বলেন, ‘‘কে কী অভিযোগ করেছেন তা আমার জানা নেই। তা আমার দেখারও বিষয় নয়। আমার ভোটার কার্ড আজকে তৈরি হয়নি, বহু বছর আগেই তৈরি হয়েছে।’’
মহাদেবের অভিযোগ। — নিজস্ব চিত্র।
আরও পড়ুন:
প্রসঙ্গত, শিলিগুড়ির মাটিগাড়া-২ ব্লকে দীর্ঘ দিন ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন খগেশ্বর। গত ১৩ নভেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেন। তাঁর বিরুদ্ধে অভিযোগ, অন্যের ঠাকুরদাকে নিজের বাবা বলে পরিচয় দেওয়ার।