আরামবাগের পল্লিশ্রীতে শনিবার রাতে এক বধূর ঝুলন্ত দেহ উদ্ধার হয়। এর পরেই আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগে স্বামী, শ্বশুর ও শাশুড়িকে রাতেই গ্রেফতার করেছে পুলিশ। মৃতার নাম পাপিয়া দুলুই (২১)। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বছর দুই আগে পাপিয়ার সঙ্গে বিয়ে হয় ক্রেন চালক বাপি দলুইয়ের। অভিযোগ, বাপির বিবাহ বহির্ভূত সম্পর্ক নিয়ে প্রায়ই অশান্তি হতো। পাপিয়াকে মারধর করা হতো। শনিবার বধূর মা মেয়ের বাড়ি আসেন। রবিবার তিনি বাড়ি ফিরে যান। মায়ের আতিথ্যে স্বামীর উদাসীনতার প্রসঙ্গ তুলে সরব হলে শ্বশুরবা়ড়ির লোকেরা তাঁকে বধূকে মারধর করে বলে অভিযোগ। তার পরেই তিনি গলায় দড়ি দেন বলে দাবি বাপেরবাড়ির।