উপযুক্ত প্রমাণের অভাবে এক হোটেল মালিককে খুনে অভিযুক্ত তিন যুবক বেকসুর খালাস ঘোষণা করল হুগলির শ্রীরামপুর আদালত। বুধবার রায় ঘোষণা করেন শ্রীরামপুরের অতিরিক্ত জেলা ও দায়রা বিচারক রাজা চট্টোপাধ্যায়।
পুলিশ সূত্রের খবর, ২০১৪ সালের ৩ এপ্রিল রাতে বাবলু খাঁ নামে শ্রীরামপুরের পিয়ারাপুরের এক হোটেল ব্যবসায়ী খুন হন। দুষ্কৃতীরা তাঁকে লক্ষ্য করে বোমা ও গুলি ছোড়ে। পাঁজরে গুলি লেগেছিল। পরের দিন সকালে স্থানীয় তিন যুবকের বিরুদ্ধে থানায় অভিযোগ করেছিলেন নিহতের পরিবার। তাদের অভিযোগ, ঘটনার ৩-৪ দিন আগে অভিযুক্তদের সঙ্গে বাবলুর ঝামেলা হয়। অভিযুক্তেরা তাঁকে হুমকি দেন। পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। সেই থেকে তাঁরা জেলেই ছিলেন। ঘটনার প্রত্যক্ষদর্শী হিসেবে হোটেলের দুই রাঁধুনী টিআই প্যারেডে ওই তিন জনকে শনাক্ত করেন। কিন্তু অভিযুক্তদের শনাক্তকারী ওই দুই রাঁধুনী আদালতে সাক্ষ্য দিতে আসেননি। নিহতের পরিবার আদালতে জানান, মৃত্যুকালীন জবানবন্দিতে বাবলু অভিযুক্ত তিন জনের নাম বলে গিয়েছিলেন। কিন্তু পাঁজরে গুলি লাগার পরে তিনি কথা বলার অবস্থায় ছিলেন কি না, শুনানিতে প্রশ্ন তোলেন আসামী পক্ষের আইনজীবী জয়দীপ মুখোপাধ্যায়। তিনি জানান, সন্দেহের অবকাশ (বেনিফিট অব ডাউট) থাকায় শেষ পর্যন্ত বিচারক সোহম রায়, গৌর বিশ্বাস ও গৌতম দত্তকে বেকসুর খালাস ঘোষণা করেন। মামলার সরকারি আইনজীবী মোহনলাল নাড়ু বলেন, ‘‘প্রয়োজনে আমরা উচ্চ আদালতের দ্বারস্থ হব।’’