গত ২৯ সেপ্টেম্বর হুগলিকে ‘নির্মল জেলা’ ঘোষণা করেছে রাজ্য সরকার। কিন্তু নানা কর্মসূচি নিয়েও সার্বিক নির্মলতা বজায় রাখতে কালঘাম ছুটছে জেলা প্রশাসনের। আর তাই এ বার দু ধরনের ‘স্বাস্থ্যবিধান লুডো’ খেলার মাধ্যমে শিশুদের হাত ধরে এগোনোর অভিনব প্রয়াস নিল জেলার স্বাস্থ্যবিধান সেল। ওই দুই প্রকার লুডো হল ‘সুস্বাস্থ্য’ এবং ‘সাবধানতা’।
প্রাথমিক বিদ্যালয় স্তর থেকেই ছাত্রছাত্রীদের স্বচ্ছতা সংক্রান্ত ভিত গড়ে তুলতে লুডো ছাড়াও থাকছে স্বাস্থ্যবিধান সংক্রান্ত ছবির সঙ্গে বাক্য মেলানোর খেলা এবং চক্র চার্ট। মিশন নির্মল বাংলা প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত হুগলির অতিরিক্ত জেলা শাসক (জেলা পরিষদ) শ্রাবণী ধর বলেন, “শিশুরা খেলার ছলে যাতে তাদের জ্ঞান ও সচেতনতার মাধ্যমে সু-অভ্যাসগুলি গড়ে তুলতে পারে সে জন্যই এই উদ্যোগ। পাশপাশি তারা যাতে নিজের বাড়িতে এবং এলাকায় সেই বার্তা ছড়িয়ে দিতে পারে সেই মতো শিক্ষণীয় খেলার সরঞ্জাম বানিয়ে জেলার সমস্ত গ্রামীণ প্রাথমিক বিদ্যালয়গুলিতে পাঠানো হচ্ছে।’’ তাঁর দাবি, এর ফলে সার্বিক নির্মলতার ক্ষেত্রে শিশুরা উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে। হুগলির এই মডেল সারা রাজ্যেই গ্রহণযোগ্য হবে।’’