মাধ্যমিকের প্রথম দিনে মগরায় মাইক বাজানোর অভিযোগ উঠেছিল তৃণমূলের বিরুদ্ধে। উচ্চ মাধ্যমিকের প্রথম দিনেও পরীক্ষাকেন্দ্রের সামনে চলল মাইকের তাণ্ডব। এ বারের ঘটনাস্থল পান্ডুয়া।
খবর পাওয়ার পরও পুলিশ এসে মাইক বাজানো বন্ধ করেনি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের। তবে পুলিশের এক কর্তা দাবি করেন, রাতেই মাইক খুলে ফেলা হবে।
মঙ্গলবার পান্ডুয়া শশীভূষণ সাহা উচ্চ বিদ্যালয়ের সামনে জিটি রোডে একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে স্বাস্থ্য শিবিরের প্রচার চলে মাইক বাজিয়ে। ‘পান্ডুয়া মানবিক ওয়েলফেয়ার সোসাইটি’ নামে ওই সেচ্ছাসেবী সংস্থার তরফে জানানো হয়েছে, আগামী শনি ও রবিবার স্বাস্থ্য পরীক্ষা শিবিরের আয়োজন করা হয়েছে। তার প্রচারই চলছিল।