Advertisement
০৪ জুন ২০২৪

বাড়ির উঠোনে শিশু, থানায় জমা দিলেন গৃহকর্তা

মাঝরাতে শিশুর কান্নার শুনে ঘুম ভেঙে গিয়েছিল গৃহকর্তার। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে তা দেখতে টর্চ নিয়ে ঘর থেকে বের হন তিনি। দেখেন বছর দেড়েকের একটি মেয়ে তাঁর বাড়ির উঠোনে বসে কাঁদছে।

নিজস্ব সংবাদদাতা
গোঘাট শেষ আপডেট: ০২ মার্চ ২০১৭ ০১:১৬
Share: Save:

মাঝরাতে শিশুর কান্নার শুনে ঘুম ভেঙে গিয়েছিল গৃহকর্তার। কোথা থেকে কান্নার আওয়াজ আসছে তা দেখতে টর্চ নিয়ে ঘর থেকে বের হন তিনি। দেখেন বছর দেড়েকের একটি মেয়ে তাঁর বাড়ির উঠোনে বসে কাঁদছে। সঙ্গে সঙ্গে স্ত্রীকে ডাকেন। তিনি এসে শিশুটিকে কোলে নিতে গিয়ে দেখতে পান পড়ে আছে একটি চিরকুট। তাতে লেখা, ‘অসহায় বাচ্চাটিকে দিয়ে গেলাম। নিজের ছেলেমেয়ের মতো মানুষ করবেন’।

সোমবার রাত ১২টা নাগাদ গোঘাটের মুল্লুক ক্যানাল লাগোয়া সংলগ্ন আদিবাসী পাড়ায় স্বপন সরেনের বাড়িতে এমন ঘটনা সোরগোল ফেলে দেয় এলাকায়। মঙ্গলবার শিশুটিকে খাইয়ে দাইয়ে, নতুন জামা পরিয়ে রাতে পুলিশের হাতে তুলে দেন ওই পরিবার। বুধবার শিশুটিকে হোমে পাঠিয়ে দেয় পুলিশ। হোম থেকে শিশুটিকে দত্তক নেবেন বলে জানিয়েছেন স্থানীয় বাজুয়া উচ্চবিদ্যায়লের করণিক স্বপনবাবু। স্ত্রী ও দুই ছেলেমেয়ে নিয়ে সংসার। তাঁর কথায়, ‘‘কোনও অসহায় মা হয়তো তাঁর সন্তানকে রেখে গিয়েছেন। আইন মেনে শিশুটিকে পুলিশের হাতে তুলে দিই। তবে আমি তাকে হোম থেকে দত্তক নেওয়ার জন্য আর্জি জানিয়েছি।’’

লোকসভা নির্বাচন ২০২৪ সরাসরি: কার দখলে ‘দিল্লিবাড়ি’?

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Baby
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE