Advertisement
১৭ মে ২০২৪

ভদ্রেশ্বরে গাড়ির ধাক্কায় মৃত্যু

পথ দুর্ঘটনা এড়াতে প্রতিদিনই কোথাও না কোথাও নানা কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচি প্রশাসনের উদ্যোগেই হোক বা কোনও ক্লাব ও সংগঠনের তরফ থেকেই।

 দুর্ঘটনার পরে। নিজস্ব চিত্র

দুর্ঘটনার পরে। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
ভদ্রেশ্বর শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০১৭ ০২:০৭
Share: Save:

পথ দুর্ঘটনা এড়াতে প্রতিদিনই কোথাও না কোথাও নানা কর্মসূচি পালিত হচ্ছে। সেই কর্মসূচি প্রশাসনের উদ্যোগেই হোক বা কোনও ক্লাব ও সংগঠনের তরফ থেকেই। এ সব করেও সচেতন করা যাচ্ছে না মানুষকে। বুধবার ডানকুনিতে পথ দুর্ঘটনা ঘটেছিল। বৃহস্পতিবার সকালে ভদ্রেশ্বরের গর্জি মোড়ে গাড়ির ধাক্কায় নিমাই সাঁতরা (৭৭) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভদ্রেশ্বরের বিঘাটি মাঝের পাড়ার বাসিন্দা নিমাইবাবু সাইকেলে করে চন্দননগরে বাজার করতে গিয়েছিলেন। সকাল ১০টা নাগাদ বাড়ি ফেরার সময় গর্জি মোড়ের কাছে দ্রুত গতিতে আসা একটি গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে তাঁর সাইকেলে ধাক্কা মারলে তিনি ছিটকে পড়েন। স্থানীয় বাসিন্দারা তাঁকে চিকিৎসার জন্য প্রথমে চন্দননগর মহাকুমা হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই তার মৃত্যু হয়। পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য পাঠায়। স্থানীয় বাসিন্দারা গাড়িটি ও চালককে আটকে রাখেন। পুলিশ পৌঁছে গাড়িটি আটক করেছে। চালককে গ্রেফতার করেছে।

এ দিনই দুর্গাপুর যাওয়ার পথে দাদপুরের সোমসারার কাছে দুর্গাপুর এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে যায় একটি সরকারি বাস। কয়েকজন যাত্রী আহত হয়েছেন। পুলিশ ও স্থানীয় বাসিন্দারা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠায়। প্রাথমিক চিকিৎসার পর সকলকে ছেড়ে দেওয়া হলেও তিন জন হাসপাতালে চিকিৎসাধীন।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

Bhadreswar Car Accident
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE