ওভারটেক করতে গিয়ে ট্রাকের ধাক্কায় হয়ে মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হন তাঁর সঙ্গী। রবিবার সকালে দুর্ঘটনাটি ঘটে হুগলির দাদপুরের হোদলা সেতুর কাছে দু্র্গাপুর এক্সপ্রেসওয়েতে। মৃতের নাম সত্যম বসু (২০)। বাড়ি চুঁচুড়ার কারবালা মোড়ে। তাঁর সঙ্গী জখম বিশ্বদীপ সেনগুপ্তকে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ওই দুই যুবক মোটরবাইকে চেপে গুড়াপের দিক থেকে ফিরছিলেন। সত্যমই মোটরবাইক চালাচ্ছিলেন। সকাল ৮টা নাগাদ হোদলা সেতুর কাছে দ্রুতগতিতে বাইকটি একটি ট্রাককে ওভারটেক করতে গিয়েই বিপত্তি হয়। পাশ থেকে ট্রাকটির ধাক্কায় দু’জনেই ছিটকে পড়েন। ঘটনাস্থলেই সত্যমের মৃত্যু হয়। দাদপুর থানার পুলিশ মৃতের দেহ উদ্ধার করে ময়না-তদন্তে পাঠায়। ট্রাকটি আটক করেছে পুলিশ। চালক পলাতক।