বিয়েবাড়ির গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক মোটরবাইক আরোহীর। জখম হন গাড়ি চালক। শুক্রবার দুর্ঘটনাটি ঘটে হুগলির মগরার তালাণ্ডুতে জিটি রোডে। মৃতের নাম মধুসূদন মণ্ডল (৩৮)। বাড়ি তালাণ্ডুর চাপারুইতে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মগরায় বিয়েবাড়ি থেকে এক জন আরোহীকে নিয়ে একটি গাড়ি পাণ্ডুয়ায় ফিরছিল। চাপারুইতে উল্টোদিক থেকে আসা একটি বাইকের সঙ্গে মুখোমুখি ধাক্কায় বাইক চালক রাস্তায় ছিটকে পড়েন। গাড়িটি সজোরে একটি ইটের পাঁজায় ধাক্কা মেরে দাঁড়িয়ে পড়ে। গাড়িটির সামনের দিক দুমড়ে মুচড়ে যায়। দু’টি গাড়ির চালককেই আহত অবস্থায় মগরা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে বাইক চালক মধুসূদনবাবুর মৃত্যু হয়। আঘাত গুরুতর থাকায় বিয়েবাড়ির গাড়ি চালককে চুঁচুড়া ইমামবাড়া হাসপাতালে স্থানান্তরিত করা হয়। পুলিশ জানায়, মৃতের দেহ ময়না-তদন্তে পাঠানো হয়েছে। গাড়িদু’টিকে আটক করা হয়েছে।
বৃক্ষরোপণ। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে শুক্রবার শ্রীরামপুর আদালতে গাছ লাগালেন মুহুরিরা। উদ্যোক্তা রাজ্য ল’ক্লার্ক অ্যাসোসিয়েশনের শ্রীরামপুর শাখা। এ দিনই চন্দননগর পুরসভার উদ্যোগে পদযাত্রা এবং বৃক্ষরোপণ হল। মেয়র রাম চক্রবর্তী-সহ শহরের বিশিষ্ট জনেরা পদযাত্রায় সামিল হন। শহরের বিভিন্ন জায়গায় তাঁরা গাছ লাগান।