Advertisement
২৬ এপ্রিল ২০২৪

অনূর্ধ্ব ১৬ ক্রিকেটে বয়েজ ক্লাবের দ্বিমুকুট

দিন কয়েক আগেই সাফল্য এনেছে দাদারা। পিছিয়ে থাকল না ভাইয়েরাও। ফলে দাদা-ভাইয়ের হাত ধরে চন্দননগরে ঘরোয়া ক্রিকেটে দ্বিমুকুট উঠল বয়েজ স্পোর্টিং ক্লাবের মাথায়। অনূর্ধ্ব ১৬ লিগ ও নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তারা। রানার্স ন্যাশনাল স্পোর্টিং ক্লাব।

সাফল্যের হাসি। —নিজস্ব চিত্র।

সাফল্যের হাসি। —নিজস্ব চিত্র।

নিজস্ব সংবাদদাতা
চন্দননগর শেষ আপডেট: ০৯ মে ২০১৬ ০২:৪০
Share: Save:

দিন কয়েক আগেই সাফল্য এনেছে দাদারা। পিছিয়ে থাকল না ভাইয়েরাও। ফলে দাদা-ভাইয়ের হাত ধরে চন্দননগরে ঘরোয়া ক্রিকেটে দ্বিমুকুট উঠল বয়েজ স্পোর্টিং ক্লাবের মাথায়। অনূর্ধ্ব ১৬ লিগ ও নকআউট ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়েছে তারা। রানার্স ন্যাশনাল স্পোর্টিং ক্লাব।

চন্দননগর স্পোর্টিং অ্যাসোসিয়েশন (সিএসএ) আয়োজিত ওই প্রতিযোগিতা শুরু হয়েছিল ১৮ এপ্রিল। ১০টি দল যোগ দিয়েছিল। সেমিফাইনালে বয়েজ স্পোর্টিং ক্লাব হারিয়ে দেয় ওরিয়েন্টাল স্পোর্টিং ক্লাবকে। ন্যাশনাল স্পোর্টিং ক্লাব জেতে ফ্রেন্ডস ক্লাবের বিরুদ্ধে। শনিবার ফাইনাল ছিল শহিদ কানাইলাল ক্রীড়াঙ্গনে (কুঠির মাঠ)। টসে জিতে ন্যাশনাল স্পোর্টিং ক্লাব ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নেয়। বয়েজের দুই ওপেনার শ্যামকুমার ভড় এবং দেবোপম হালদার দলকে শক্ত ভিতের উপর দাঁড় করিয়ে দেয়। পরবর্তী দুই ব্যাটসম্যান শুভজিৎ পাল এবং আকাশ বিশ্বাস সেই ভিতকে আরও পোক্ত করে। শ্যামকুমার ৩০ ও দেবোপম ৪২ রান করে। তিন নম্বর ব্যাটসম্যান শুভজিৎ ৫৪ বলে ৬২ রানের চমৎকার ইনিংস খেলে। আকাশের ২৫ বলে ৪৩ রানের ধুন্ধুমার ইনিংসটিও উপক্ষোহ্য ছিল। নানারকম ভাবে চেষ্টা করেও দু’জনের কাউকেই আউট করতে পারেনি ন্যাশনালের বোলাররা। বয়েজ নির্ধারিত ৩০ ওভারে ২০০ রান তোলে ২ উইকেট হারিয়ে।

জবাবে ব্যাট হাতে নেমে ৬ রানের মাথায় প্রথম উইকেট হারায় ন্যাশনাল। এর পর অবশ্য তারা ভালই প্রতিরোধ গড়ে তোলে। অপর ওপেনার শুভজিৎ শেঠ ২৫ রান করে। পাঁচ নম্বরে নেমে শিউ খটিক ৫৬ বলে ৬৫ রান করে। অভিষেক পোড়েলের ৩০ বলে ২৭ রানের পরেও শেষ পর্যন্ত ৬ উইকেট হারিয়ে নির্ধারিত ৩০ ওভারে ১৮০ রানেই থেমে যায় ন্যাশনালের ইনিংস। ২০ রানে হেরে যায় তারা।

বয়েজের মহম্মদ আরশাদ ৫ ওভারে ৩৬ রান দিয়ে ২টি উইকেট তুলে নেয়। শেখ সামিল এবং দেবপ্রতীম হালদার একটি করে উইকেট পায়। সিএবি-র আম্পায়ার সুব্রত ঘোষ এবং অরূপ চট্টোপাধ্যায় ফাইনাল ম্যাচটি পরিচালনা করেন। অর্ধ শতরান করে ফাইনালের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছে চ্যাম্পিয়ন দলের শুভজিৎ পা‌ল। প্রতিযোগিতার সেরা ক্রিকেটার আকাশ। সেরা বোলার সাগ্নিক চট্টোপাধ্যায়। ফাইনালে উপস্থিত ছিলেন ওয়েস্ট বেঙ্গল ডিস্ট্রিক্ট স্পোর্টস ফেডারেশনের সভাপতি দেবাশিস বন্দ্যোপাধ্যায়, গৌতম গোস্বামী, চন্দননগরের মেয়র রাম চক্রবর্তী প্রমুখ। ছিলেন সিএসএ-র কর্মকর্তারা। সংগঠকরা জানান, চ্যাম্পিয়ন দলকে তুষারকান্তি ঘোষ স্মৃতি ট্রফি দেওয়া হবে। রানার্স দল পাবে দিলীপকুমার ঘোষের নামাঙ্কিত ট্রফি।

এর আগে সিএসএ আয়োজিত সিনিয়র লিগ ও নকআউট প্রতিযোগিতাতেও চ্যাম্পিয়ন হয়েছে বয়েজ ক্লাব।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

অন্য বিষয়গুলি:

chandannagar sporting association U-16
সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের মাধ্যমগুলি:
Advertisement
Advertisement

Share this article

CLOSE